পেট্রোল পাম্পে গেলে কি আপনি বিজোড় সংখ্যায় টাকা দিয়ে তেল কেনেন? আপনি ঠিক না ভুল করছেন জানুন

Published : Feb 10, 2025, 02:27 PM IST

জেনে রাখুন পেট্রোল পাম্পে ফ্লো মিটার সিস্টেম ব্যবহৃত হয় লিটারের ভিত্তিতে পেট্রোল বা ডিজেল মাপতে। এই মেশিনের সফটওয়্যার নির্ধারণ করে লিটারে পরিমাণ । সেইসঙ্গে সেট করা থাকায় পেট্রোল বা ডিজেলের মূল্যের ভিত্তিতে টাকার হিসাব দেখায়। 

PREV
111

পেট্রোল পাম্পে গিয়ে অনেকেই ১০২, ১০৫ বা ৩১০ টাকার জ্বালানি তেল কেনেন । অনেকেই চেষ্টা করেন ১০০, ২০০,৩০০ অর্থ্যাৎ শূণ্য থাকে এমন মূল্যে পেট্রোল বা ডিজেল না কিনতে

211

কারণ জানতে অনেকেই জানিয়েছেন এটা তাদের প্রতরণা ঠেকানোর কৌশল । আচ্ছা জ্বালানি কিনতে টাকার অংকে বিজোড় সংখ্যা ব্যবহার করলে কি সত্যিই কি তেল বেশি পাওয়া যায়?

311

তবে জেনে রাখুন বিজোড় সংখ্যায় তেল কিনলে প্রতরণা ঠেকানো যায় এমন কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই । তবে কেন অনেক ক্রেতা এমন পদ্ধতি মেনে জ্বালানি তেল কেনেন? শুনুন পেট্রোল পাম্পের আসল রহস্য ।

411

জেনে রাখুন পেট্রোল পাম্পে তেল দেওয়ার মিটার কীভাবে কাজ করে?

সাধারণত পেট্রোল পাম্পে ১০০, ২০০, ৩০০ বা ৫০০ টাকার জন্য ব্যবহার করা হয় প্রি-সেট কোড।

511

পেট্রোল পাম্পের কর্মীরা নির্দিষ্ট বোতাম চাপ দিয়ে ইনপুট করে এই কোড । এর মূল কারণ হল ভিড়ের সময় এই পদ্ধতি বাঁচিয়ে দেয় সময় এবং পরিশ্রম।

611

আর এই বিষয়টিকে সামনে দেখতে না পেয়ে অনেক ক্রেতার মনে সন্দেহ তৈরি হয় হয়ত শেষে শূণ্য থাকা মূল্যের জ্বালানিতে কম দেওয়া হচ্ছে। কারণ তেল নিতে এসে তাদের মনে প্রশ্ন জাগে মিটারে সেট করে দেওয়ার ফলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে।

711

নিজের সন্দেহ দূর করতে জেনে রাখুন কীভাবে ফ্লো মিটার তেল মাপে?

জেনে রাখুন পেট্রোল পাম্পে ফ্লো মিটার সিস্টেম ব্যবহৃত হয় লিটারের ভিত্তিতে পেট্রোল বা ডিজেল মাপতে।

811

এই মেশিনের সফটওয়্যার নির্ধারণ করে লিটারে পরিমাণ । সেইসঙ্গে সেট করা থাকায় পেট্রোল বা ডিজেলের মূল্যের ভিত্তিতে টাকার হিসাব দেখায়।

911

এই সিস্টেমের কারণে আপনি লিটার বা টাকায় যেভাবেই কিনুন না কেন নির্ভুলভাবে হিসাব করে এই ব্যবস্থা । এই পদ্ধতিতে ১০০,২০০,৩০০ বা ৪০০ টাকার কিনলে তিনি নির্ধারিত মূল্যে সেই টাকার পরিমাণ অনুযায়ীই জ্বালানি পাবেন।

1011

বিজোড় সংখ্যায় পেট্রোল কিনলে বেশি জ্বালানি পাওয়া যাবে এ ধারনা একেবারে ভ্রান্ত।

সঠিক পরিমাণ পেট্রোল বা ডিজেল নিতে চাইলে ক্রেতা লিটারে চেয়ে নিতে পারেন এবং টাকা দিতে পারেন সেই অনুযায়ী । ফলে মনেও কোন সন্দেহ রইল না।

1111

তবে কিছু অসাধু পেট্রোল পাম্পে প্রতারণার ঘটনা ঘটে না এমন নয়। সেক্ষেত্রে মিটারের কারচুপি, পাইপলাইনে অতিরিক্ত বাতাস ঢোকানো বা ভেজাল মেশানোর মাধ্যমে কেউ কেউ প্রতারণা করে থাকতে পারে।

click me!

Recommended Stories