Salary Account: ব্যাঙ্ক জানায় না, তাই ঠকতে হয়, স্যালারি অ্যাকাউন্ট লুকিয়ে থাকে এই সকল চমকপ্রদ সুবিধা

Published : May 16, 2025, 09:09 AM ISTUpdated : May 16, 2025, 09:10 AM IST

Salary Account: বেতন অ্যাকাউন্টে শুধু বেতনই জমা হয় না, রয়েছে নানা সুবিধা। দুর্ঘটনা জনিত মৃত্যুতে বিমা, ঋণে অগ্রাধিকার, ওভারড্রাফ্ট সুবিধা, বিনামূল্যে ক্রেডিট কার্ড, অনলাইন শপিং ডিসকাউন্ট, বিনামূল্যে ডিজিটাল লেনদেন পরিষেবা সহ আরও অনেক কিছু।

PREV
110

প্রায় সকল অফিস কর্মীর বেতন ঢোকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। চাকরি পাওয়ার পরই অফিসের পক্ষ থেকেই উদ্যোগ নিয়ে তৈরি করে দেওয়া হয় স্যালারি অ্যাকাউন্ট।

210

যে কোনও স্ট্যান্ডার্ড অ্যাকাকাউন্টের মতোই ব্যবহার করা যায় এই অ্যাকাউন্ট। তবে জানেন কি এই স্যালারি অ্যাকাউন্টে রয়েছে বিশেষ কিছু সুবিধা। যা সাধারণত ব্যাঙ্কের পক্ষ থেকে সব সময় জানানো হয় না।

310

প্রথমত, বেতন অ্যাকাউন্ট হোল্ডারের দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্বাস্থ্য বিমা কভারেজের মতো সুবিধা আছে। যা আর্থিক নিরাপত্তার অতিরিক্ত স্তর প্রদান করবে।

410

দ্বিতীয়ত, ব্যক্তিগত বা গৃহ ঋণের জন্য আবেদন করার সময় একটি বেতন অ্যাকাউন্ট থাকলে সুবিধা হয়। ব্যাঙ্কগুলো প্রায়শই বেতন অ্যাকাউন্টধারীদের অগ্রাধিকার দেয়। তেমনই ঋণকে আরও সাশ্রয়ী করে তোলে।

510

বেতন অ্যাকাউন্টগুলো প্রায়শই একটি ওভারড্রাফ্ট সুবিধা সহ আসে। যা আপনার অ্যাকাউন্টে শূন্য ব্যালেন্স থাকলেও তুলতে পারবেন।

610

অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের বিনামূল্যে ক্রেডিট কার্ড এবং আকর্ষণীয় ডিল অফার করে। এর দ্বারা বার্ষিক ফি এবং পুরস্কার পয়েন্টের ওপর ছাড় থাকে।

710

ব্যাঙ্ক স্যালারি অ্যাকাউন্টধারীদের অনলাইন শপিং এবং ডাইনিং অফার দিয়ে থাকে। যার মধ্যে ছাড় ও ক্যাশব্যাক অন্তর্ভূক্ত।

810

এনইএফটি এবং আরটিজিএসের মতো ডিজিটাল পরিষেবা প্রায়শই বেতন অ্যাকাউন্টধারীদের জন্য বিনামূল্যে হয়।

910

বিনামূল্যে চেকবুক এবং ডেবিট কার্ড দেওযা হয় যাদের স্য়ালারি অ্যাকাউন্ট আছে তাদের।

1010

তেমনই এমন বেতন অ্যাকাউন্টে শূন্য ব্যালেন্স সুবিধা থাকে। যার অর্থ আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন হয় না।

click me!

Recommended Stories