- Home
- Career
- Education
- বিরাট ঘোষণা রাজ্যের! এক ধাক্কায় ২৭ হাজার টাকা বাড়ল সরকারি শিক্ষকদের বেতন! কারা পাবেন?
বিরাট ঘোষণা রাজ্যের! এক ধাক্কায় ২৭ হাজার টাকা বাড়ল সরকারি শিক্ষকদের বেতন! কারা পাবেন?
ঘণ্টাপ্রতি বেতন ৩৭৫ টাকায় বৃদ্ধি করে সরকারি নির্দেশ জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। এখন এই শিক্ষকরা সর্বোচ্চ ২৭,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন।

রাজ্যের সরকারি শিক্ষকদের জন্য দারুণ সুখবর! বেতন বাড়তে চলেছে তাঁদের।
রাজ্যের শিক্ষা ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর উদ্যোগে বেতন বৃদ্ধির সরকারি নির্দেশ সোমবার জারি করা হয়েছে। ঘণ্টাপ্রতি ১৫০ টাকা থেকে ৩৭৫ টাকায় বৃদ্ধি করা হয়েছে।
এর ফলে মাসিক সর্বোচ্চ ২৭,০০০ টাকা বেতন পাবেন এই সরকারি শিক্ষকরা। জুন মাস থেকেই ঢুকবে অতিরিক্ত টাকা!
বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারির পর এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। অনেকদিন থেকেই বেতন বৃদ্ধির দাবি ছিল।
অবশেষে তাঁদের দাবিতে মান্যতা দিল রাজ্য সরকার। তাহলে কি জুন মাসের বেতন থেকেই অতিরিক্ত টাকা পাবেন এই সরকারি শিক্ষকরা!
রাজ্যের ৪৭৫টি সরকারি জুনিয়র কলেজের ১১৭৭ জন গেস্ট লেকচারার এই বৃদ্ধির সুবিধা পাবেন। এতদিন গেস্ট লেকচারাররা মাসিক সর্বোচ্চ ১০,০০০ টাকা পেতেন।
গত কয়েক বছর ধরে গেস্ট লেকচারাররা তাদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। জুনিয়র কলেজগুলিতে কর্মরত গেস্ট লেকচারারদের জন্য সুখবর দিয়েছে।
অন্ধ্রপ্রদেশে গেস্ট লেকচারার হিসেবে কাজ করার জন্য স্নাতকোত্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
এপিসেট, ইউজিসি নেট বা পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হয়। সাক্ষাৎকার এবং ডেমো লেকচারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়।
সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বা ওয়েবসাইটের মাধ্যমে গেস্ট লেকচারার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়।

