UPI Payment: ২০০০ টাকার বেশি UPI লেনদেনে কাটবে GST? কবে থেকে শুরু হচ্ছে নয়া নিয়ম?

Published : Jul 29, 2025, 08:49 AM ISTUpdated : Jul 29, 2025, 08:56 AM IST

UPI লেনদেন নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শোনা যাচ্ছে, ২০০০ টাকার উপর লেনদেনে GST আরোপ নিয়ে। অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, GST কাউন্সিলের কাছ থেকে এখনও পর্যন্ত কোনও নির্দেশনা আসেনি।

PREV
16

UPI লেনদেন

যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের জীবনের সর্বক্ষেত্রে আসছে বদল। বদলেছে অভ্যাস। খাওয়া-দাওয়া, পোশাক-আশাক শুধু নয়, বাকি সব ক্ষেত্রেই এসেছে পরিবর্তন। এমনই এক ক্ষেত্র হল আর্থিক আদানপ্রদান।

26

২০০০ টাকার বেশি UPI লেনদেনে কাটবে GST? 

বর্তমানে আমরা সকলেই টেক নির্ভর। সকলের হাতে আছে দামি মোবাইল। আর সব জরুরি কাজ আমরা করে ফেলছি এই স্মার্ট ফোনের দৌলতে। বিশেষ করে আর্থিক আদান প্রদানের জন্য অধিকাংশই অন অনলাইনের ওপর ভরসা করে। বর্তমানে অনেকেই ক্যাশ বহন করেন না। এবার এই UPI নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে, ২০০০ টাকার বেশি UPI লেনদেনে কাটবে GST।

36

গর্ভনরের সঙ্গে আলোচনা

বেশ কিছুদিন ধরে UPI লেনদেনের ওপর চার্জ আরোপের প্রসঙ্গে একাধিক আলোচনা হচ্ছে। গত সপ্তাহে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময় আরবিআই-র গভর্নর UPI লেনদেনের ওপর চার্জ আরোপের কথা হলেন। তিনি বলেন, এই সিস্টেম চালাতে টাকা লাগে। এমন পরিস্থিতিতে কাউকে না কাউকে খরচ বহন করতেই হবে।

46

UPI পেমেন্টে দিতে হবে বাড়তি টাকা

তাহলে কি এবার থেকে UPI পেমেন্টে দিতে হবে বাড়তি টাকা। শোনা যাচ্ছিল, ২০০০ টাকার বেশি আদান-প্রদানে এই চার্জ ধার্য করা হবে। এবার এই নিয়ে মুখ খুললেন, অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

56

অর্থ প্রতিমন্ত্রী-র বক্তব্য

সদ্য অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, ২ হাজার টাকার ওপর UPI লেনদেনের ক্ষেত্রে GST আরোপের জন্য GST কাউন্সিলের কাছ থেকে কোনও পরামর্শ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, GST হার এবং ছাড় সম্পূর্ণরূপে GST কাউন্সিলের পরামর্শের ওপর নির্ভর করে।

66

কবে থেকে নয়া নিয়ম?

অর্থাৎ এখনই শুরু হচ্ছে না এই নিয়ম। তবে, ভবিষ্যতে যে UPI লেনদেনের ক্ষেত্রে GST আরোপ হবে তা বোঝা যাচ্ছে নিশ্চিত ভাবে। সম্ভব শীঘ্রই শুরু হবে এই নিয়ম।

Read more Photos on
click me!

Recommended Stories