সোনার থেকে মুখ ফেরাচ্ছে যুব সমাজ, দাম যত বাড়ছে কমছে সোনা কেনার হার, মত বিশেষজ্ঞের

Published : Jul 17, 2025, 05:27 PM IST

সোনার দাম বৃদ্ধির ফলে বিনিয়োগের হার কমছে এবং বিকল্প বিনিয়োগের মাধ্যমে ভালো রিটার্ন পাওয়ায় যুব সমাজ সোনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ভারতে সোনার বিক্রি কমলেও, ডিজিটাল সোনার কেনার পরিমাণ বেড়েছে।

PREV
19

বর্তমানে সোনার দাম নিয়ে চিন্তায় মধ্যবিত্ত। বাঙালি বিয়ে হোক বা অন্য কোনও অনুষ্ঠানে সোনারা গয়নায় সেজে ওঠেন সকলে।

29

এবার ধীরে ধীরে বদল আসছে এই রীতিতে। শেয়ার মার্কেট বিশেষজ্ঞকা মনে করছেন সোনার দাম যেভাবে লাফিয়ে বাড়ছে সেখান থেকে সোনাতে বিনিয়োগের হার কমছে। এই দাম আরও বাড়বে। ফলে সেখান বিনিয়োগ আরও কমবে বলে অনুমান সকলে।

39

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে সোনার দাম প্রথম কোয়ার্টারে কমছে ২৫ শতাংশ।

49

এর থেকে বোঝা যাচ্ছে আর ভারতীয়রা সোনায় বিনিয়োগে আগ্রহী নন। প্রতি কোয়ার্টারে ভারতে ১৮০ টন সোনা বিক্রি হত সেটি এখন কমে হয়েছে ৭১ টন।

59

বর্তমানে দেখা যাচ্ছে, সোনার বদলে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এসআইপি এমনকি ক্রিপ্টোতে। এখানে খানিকটা বাজার ঝুঁকি থাকলেও সেখান থেকে বিনিয়োগের পর ভালো রিটার্ন হাতে আসছে তাদের।

69

বর্তমানে অনেকে মনে করছেন, সোনাতে বিনিয়োগ করা মানে সেখানে টাকা আটকে যাওয়া। কিন্তু, অন্যত্র বিনিয়োগ করলে সেখানে লাভ বেশি। বর্তমানে দেখা যাচ্ছে, সোনার দাম যত বাড়ছে সোনার থেকে মুখ ফেরাচ্ছে যুব সমাজ।

79

সোনাতে বিনিয়োগ করার পরিবর্তে তারা ভ্রমণ, গ্যাজেট কিনে সেখানে সময় কাটাতে চাইছে।

89

এদিকে আবার ডিজিটাল সোনা কেনার ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে ৪০ শতাংশ।

99

সব মিলিয়ে সোনার উজ্জ্বলতা ভারতীয়দের ঘর থেকে কোনওদিনই যাবে না। বিনিয়োগ করা এখনও সকলে নিজের সমৃদ্ধি বলেই মনে করে থাকেন।

Read more Photos on
click me!

Recommended Stories