Foreign Investments in Stock Market: শুরু রকেট গতির দৌড়? ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগ, আপনার আছেএই সব শেয়ার?

Published : Mar 29, 2025, 02:07 AM IST
Share Market

সংক্ষিপ্ত

Foreign Investments in Stock Market:ভারতের বাজার থেকে বেরিয়ে গেছে একাধিক বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা গত ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকেই বেরোতে শুরু করেছিলেন।

Foreign Investments in Stock Market: সবাইকে অবাক করে দিয়ে কিন্তু গত সপ্তাহে দেখা গেছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আবারও ফিরে আসছে ভারতের বাজারে। ঠিক গত ৫ দিনে, তারা প্রায় ১৯ হাজার কোটি টাকার ইক্যুইটি কিনেছে এই দেশের বাজার থেকে।

এদিকে আবার বিদেশি বিনিয়োগকারীদের ভারতের বাজারে ফিরে আসার অন্যতম প্রধান কারণ হল, আগের ধাক্কা কাটিয়ে ক্রমশ এই দেশের বাজার ঘুরে দাঁড়াচ্ছে এবং তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি, আমেরিকান ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার শক্তিশালী অবস্থা ও দেশের মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে।

বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সম্প্রতি ব্লক ডিলের মাধ্যমে দেশের বাজার থেকে ৩টি সংস্থার ইক্যুইটি কিনে নিয়েছে। সেগুলি হল ফেডারেল ব্যাঙ্ক লিমিটেড, গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

প্রসঙ্গত, ফেডারেল ব্যাঙ্ক দেশের অন্যতম একটি বহুচর্চিত বেসরকারি ব্যাঙ্কিং পরিষেবা প্রদানকারী সংস্থা। এই সংস্থার ৩৫.৮৯ শতাংশ মালিকানা রয়েছে বিভিন্ন মিউচুয়াল ফান্ডগুলির হাতে, ২৬.৩২ শতাংশ মালিকানা রয়েছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে, ২৪.৭৮ শতাংশ মালিকানা রয়েছে খুচরো বিনিয়োগকারীদের হাতে এবং বাকি ১৩.০১ শতাংশের মালিক দেশের বিভিন্ন সংস্থাগুলি। উল্লেখ্য, ফেডারেল ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ৪৮ হাজার ৫৬৪ কোটি টাকা। চলতি ২০২৫ সালের ২৫ মার্চ, শেয়ার প্রতি ১৯৫ টাকা ৮০ পয়সা দরে বিদেশি বিনিয়োগকারীরা ৯ লক্ষ ৮০ হাজার ৮৫৩টি শেয়ার কিনে নেয় (FII investment in indian stocks)।

অপরদিকে ইউবিএস এজি থেকে ইন্টিগ্রেটেড কোর স্ট্র্যাটেজিস (এশিয়া) প্রাইভেট লিমিটেড এই শেয়ারটি কিনে রেখেছে। তাছাড়া ভারতীয় বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা হল গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। এই সংস্থাটির মার্কেট ক্যাপ ৪২ হাজার ৯১৪ কোটি টাকা। সংস্থার ৪৬.৬৫ শতাংশ শেয়ার রয়েছে প্রতিষ্ঠাতাদের হাতে।

আর ২৩.৫১ শতাংশ শেয়ার রয়েছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। গত ২০২৫ সালের ২৫ মার্চ, ইউবিএস এজি থেকে ইন্টিগ্রেটেড কোর স্ট্র্যাটেজিস (এশিয়া) প্রাইভেট লিমিটেড গ্লেনমার্কের শেয়ার কিনেছে। শেয়ার প্রতি ১ হাজার ৪৯২ টাকা ৬৫ পয়সা দরে বিদেশি বিনিয়োগকারীরা ২ লক্ষ ৬৪ হাজার ৪৬৫টি শেয়ার কিনে নেয় (FII investment in indian market।

ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ম্যাক্স লাইফ ইন্সিওরেন্স কোম্পানির প্যারেন্ট কোম্পানি হল ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। সেই সংস্থার মার্কেট ক্যাপ ৩৯ হাজার ৬৩৮ কোটি টাকা। এদিকে এই সংস্থাটির ৪৭.৫০ শতাংশ ইক্যুইটি রয়েছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে এবং ৩৪.৯৫ শতাংশ রয়েছে একাধিক মিউচুয়াল ফান্ডের হাতে।

গত ২৫ মার্চ বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার প্রতি ১ হাজার ১৫৭ টাকা ৩৫ পয়সা দরে ১১ লক্ষ ১২৩টি শেয়ার কিনেছে। ইউবিএস এজি থেকে ইন্টিগ্রেটেড কোর স্ট্র্যাটেজিস (এশিয়া) প্রাইভেট লিমিটেড এই শেয়ার কিনে রেখেছে।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলুন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

এখানে এক টাকার বিনিময়ে সরকার দিচ্ছে জমি! নিয়ম এবং আবেদনের সময়সীমা, জানুন বিস্তারিত
সোনু নিগমের স্মার্ট বিনিয়োগ! প্রত্যেক মাসে ১৯ লাখ নিশ্চিত আয়, যা প্রতি বছর ৫ শতাংশ বৃদ্ধি পাবে