
UPI Transaction: এবার থেকে UPI পিন মনে না থাকলে এখন থেকে NPCI-এর নতুন বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করে পিন রিসেট করা যাবে। যেখানে মুখের স্বীকৃতি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পেমেন্ট নিশ্চিত করা যায়। পুরনো পদ্ধতিতে ডেবিট কার্ড বা এটিএম কার্ডের শেষ ৬ সংখ্যা এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দিয়ে ওটিপি-র মাধ্যমে পিন রিসেট করতে হত। বর্তমান সময়ে নগদে লেনদেনের চেয়ে অনলাইনে পেমেন্টই বেশি হচ্ছে। পাঁচ টাকা হোক বা পাঁচ হাজার, ক্রেতারা সাধারণত মোবাইল ফোন বা অনলাইন মাধ্যমেই পেমেন্ট করেন। তবে কেনাকাটার পর যদি হঠাৎ আবিষ্কার করা যায় যে ইউপিআই পিন মনে পড়ছে না, তাহলে সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন এর কোনও সহজ সমাধান ছিল না। তবে গত ৮ তারিখ থেকে চালু হয়েছে একটি নতুন নিয়ম, যেখানে কোনও ঝামেলা ছাড়াই সহজ বায়োমেট্রিক পদ্ধতিতে ইউপিআই পিন নতুন করে সেট করা যাবে (UPI PIN reset)।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) জারি করা নতুন নিয়ম অনুযায়ী, ইউপিআই পিন ভুলে গেলেও ওটিপি বা ডেবিট কার্ডের প্রয়োজন নেই। এখন ব্যবহারকারীরা বায়োমেট্রিক শনাক্তকরণের মাধ্যমে সহজে পিন পরিবর্তন বা নতুন পিন সেট করতে পারবেন।
যদি আপনি ইউপিআই পিন ভুলে যান এবং বায়োমেট্রিক পদ্ধতিটি এখনও আপনার ফোনে না পাওয়া যায়, তাহলে আপনার ডেবিট কার্ডের শেষ ৬ সংখ্যা এবং মেয়াদোত্তীর্ণের তারিখ দিয়ে পিন রিসেট করতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।