একই পরিবার থেকে তিন প্রজন্ম বাজেট উপস্থাপনা করার সুযোগ পেয়েছে! সঠিক উত্তরটা বলতে পারবেন?

Published : Feb 01, 2025, 04:32 PM IST
একই পরিবার থেকে তিন প্রজন্ম বাজেট উপস্থাপনা করার সুযোগ পেয়েছে! সঠিক উত্তরটা বলতে পারবেন?

সংক্ষিপ্ত

২০২৫ সালের বাজেট: নির্মলা সীতারামন টানা আটবার বাজেট পেশ করার বিরল কীর্তি গড়তে চলেছেন। এভাবে একই পরিবার থেকে তিনজনের বাজেট পেশ করার সুযোগ এসেছে। এই গৌরব অর্জন করেছে কোন পরিবার, জানেন? 

কেন্দ্রীয় বাজেট: বাজেট কে পেশ করেন? কেন্দ্র কিংবা রাজ্যে, অর্থমন্ত্রীরাই এই কাজটি করেন। কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় বাজেট স্বয়ং প্রধানমন্ত্রীরা পেশ করেছেন। এই বিরল সুযোগ একই পরিবারের সদস্যদেরও লাভ হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে সংসদে বাজেট ভাষণ দেওয়া প্রধানমন্ত্রীদের সম্পর্কে জেনে নেওয়া যাক। 

১. জওহরলাল নেহেরু : 

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। প্রধানমন্ত্রী থাকাকালেই তাঁকে অপ্রত্যাশিতভাবে দুবার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হয়েছিল। ফলে একবার তিনি অর্থমন্ত্রী হিসেবে দেশের বাজেট পেশ করেছিলেন।  

১৯৫৬ সালে প্রায় এক মাস অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নেহেরু। পরে ১৯৫৮ সালেও একইভাবে এক মাসের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দ্বিতীয়বার বাজেট অধিবেশনের সময়ই অর্থমন্ত্রী ছিলেন, ফলে তিনিই বাজেট পেশ করেন। 

১৯৫৮ সালে মুন্দ্রা কেলেঙ্কারি চাঞ্চল্য সৃষ্টি করে। তৎকালীন অর্থমন্ত্রী টিটি কৃষ্ণমাচারি পদত্যাগ করেন। ফলে ১৯৫৮ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত নেহেরু অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।  

২. ইন্দিরা গান্ধী : 

তার পিতা নেহেরুর মতোই ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও বাজেট পেশ করার সুযোগ এসেছিল। তার মন্ত্রিসভার সদস্য মোরারজি দেশাইয়ের পদত্যাগের পর প্রধানমন্ত্রী থাকাকালেই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেন ইন্দিরা গান্ধী। এভাবে ১৯৭০-৭১ অর্থবর্ষের বাজেট তিনি পেশ করেন। 

৩. রাজীব গান্ধী : 

দাদা ও মায়ের মতোই রাজীব গান্ধীও প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন। তাদের মতোই তাঁরও দেশের বাজেট পেশ করার সুযোগ এসেছিল। তার মন্ত্রিসভার অর্থমন্ত্রী ভিপি সিংয়ের পদত্যাগের পর ১৯৮৭-৮৮ অর্থবর্ষের বাজেট রাজীব গান্ধী পেশ করেন। 

এভাবে দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগই নয়, অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করার সুযোগও গান্ধী পরিবার পেয়েছিল। দাদা, মা, নাতি, তিনজনেরই এই বিরল সুযোগ লাভ করা বিশেষভাবে উল্লেখযোগ্য। গান্ধী পরিবারের তিন প্রজন্ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তা সকলেরই জানা। কিন্তু তারা অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং স্বয়ং সংসদে বাজেট পেশ করেছেন, তা অনেকেরই অজানা। 

PREV
click me!

Recommended Stories

Gold Price Today: সপ্তাহ শেষে মধ্যবিত্তের মুখে ফুটল হাসি, আরও কমলো সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে জেনে নিন?
ঋণের বোঝা কমলো! এই দুই ব্যাঙ্ক কমালো সুদের হার, গ্রাহক হলে অবশ্যই জেনে রাখুন