SBI মিউচুয়াল ফান্ডে দিচ্ছে দ্বিগুন রিটার্ন, বার্ষিক রিটার্নের অঙ্ক শুনলে চমকে যাবেন

SBI-র বিভিন্ন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে আকর্ষণীয় রিটার্ন পাওয়ার সুযোগ। PSU, ইনফ্রাস্ট্রাকচার, টার্ম একুইটি এবং কন্ট্রা ফান্ড সহ বিভিন্ন বিকল্পে বার্ষিক ২৫% থেকে ৪১% পর্যন্ত রিটার্নের সম্ভাবনা।

নিজের সঞ্চয় বাড়াতে অনেকেই মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন। এবার টাকা রাখুন এসবিআই-র মিউচুয়াল ফান্ডে। এই স্কিমে মিলবে দ্বিগুণ রিটার্ন। বার্ষিক রিটার্ন ২৮ শতাংশ থেকে ৩৯ শতাংশ। বাজারে এমন কিছু ফান্ড আছে যাতে বিনিয়োগ করতে মিলবে দ্বিগুণ।

SBI PSU ফান্ড-

Latest Videos

SBI PSU ফান্ড ৩ বছরে লাম্প সম বিনিয়োগে ৩৭.৮৪% বার্ষিক রিটার্ন দিয়েছে, যেখানে ৩ বছরে এসআইপি- করলে ৪১.২৩% বার্ষিক রিটার্ন হয়েছে। ফান্ডের সর্বশেষ AUM ৪৬৮৬ কোটি টাকা এবং এক্সপেন্স রেশিও ০.৭৪ শতাংশ।

ফান্ডের এককালীন পারফরম্যান্স-

৩ বছরে রিটার্ন ৩৭.৮৪ শতাংশ

এককালীন বিনিয়োগ ১ লাখ টাকা

৩ বছরে বিনিয়োগের মান ২,৬১,৮৯৪ টাকা (২.৬২ লক্ষ টাকা)

মোট লাভ ১,৬১,৮৯৪ টাকা (১.৬২ লক্ষ টাকা)

ফান্ডের এসআইপি পারফরম্যান্স-

৩ বছরে SIP রিটার্ন ৪১.২৩ % বার্ষিক

মাসিক SIP রিটার্ন ১০,০০০ টাকা

২ বছরে মোট বিনিয়োগ ৩,৬০,০০০ টাকা

৩ বছরে SIP এর মান ৬,৪০,৪৩২ টাকা

SBI ইনফ্রাস্ট্রাকচার ফান্ড

SBI ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ৩ বছরে লাম্প সম বিনিয়োগের ২৮.৪০ শতাংশ বার্ষিক রিটার্ন দিয়েছে, যেখানে ৩ বছরে SIP করলে ৩৩.৩৯ % বার্ষিক রিটার্ন হয়েছে। ফান্ডের সর্বশেষ AUM ৫০০৬ কোটি টাকা এবং এক্সপেন্স রেশিও ০.৯২%।

ফান্ডের এককালীন পারফরম্যান্স

৩ বছরে রিটার্ন- ২৮.৪০ শতাংশ বার্ষিক

এককালীন বিনিয়োগ - ১ লক্ষ টাকা

৩ বছরে বিনিয়োগের মান- ২,১১,৬৮৭ টাকা (২.১২ লক্ষ টাকা)

মোট লাভ- ১,১১,৬৮৭ টাকা (১.১২ লক্ষ টাকা)

ফান্ডের এসআইপি পারফরম্যান্স

৩ বছরে এসআইপি রিটার্ন- ৩৩.৩৯ শতাংশ বার্ষিক

মাসিক এসআইপি পরিমাণ- ১০,০০০ টাকা

৩ বছরে মোট বিনিয়োগ- ৩,৬০,০০০ টাকা

৩ বছরে এসআইপি-র মান- ৫,৭৮,৭৪১ টাকা

এসবিআই টার্ম একুইটি ফান্ড

এসবিআই টার্ম একুইটি ফান্ড ৩ বছরে লাম্প সম বিনিয়োগ ২৬.৫৭ শতাংশ বার্ষিক রিটার্ন দিয়েছে, যেখানে ৩ বছরে এসআইপি করলে ৩৩.০৯ শতাংশ বার্ষিক রিটার্ন হয়েছে। ফান্ডের সর্বশেষ এইউএম ২৭,৮৪৭ কোটি টাকা এবং এক্সপেন্স রেশিও ০.৯৩ শতাংশ।

ফান্ডের এককালীন পারফরম্যান্স

৩ বছরে রিটার্ন ২৬.৫৭ শতাংশ বার্ষিক

এককালীন বিনিয়োগ ১ লাখ টাকা

৩ বছরে বিনিয়োগে মান ২,০২,৭৬৪ টাকা (২.০৩ লাখ টাকা)

মোট লাভ- ১,০২, ৭৬৪ টাকা (১.০৩ টাকা)

ফান্ডের SIP পারফরম্যান্স

৩ বছরে SIP রিটার্ন- ৩৬.৫২ শতাংশ বার্ষিক

মাসিক SIP পরিমাণ- ১০,০০০ টাকা

৩ বছরে মোট বিনিয়োগ- ৩,৬০,০০০ টাকা

৩ বছরে SIP এর মান ৬,০২,৮৮৩ টাকা

SBI কন্ট্রা ফান্ড

SBI কন্ট্রা ফান্ড ৩ বছরে লাম্প সম বিনিয়োগে ২৫.৫৫ শতাংশ বার্ষিক রিটার্ন দিয়েছে, যেখানে ৩ বছরে এসআইপি করলে ২৮.৮৩ শতাংশ বার্ষিক রিটার্ন হয়েছে। ফান্ডের সর্বশেষ এইউএম ৪১,৯০৭ কোটি টাকা এবং এক্সপেন্স রেশিও ০.৫৭ শতাংশ।

ফান্ডের এককালীন পারফরম্যান্স

৩ বছরে রিটার্ন- ২৫.৫৫ শতাংশ বার্ষিক

এককালীন বিনিয়োগ- ১ লক্ষ টাকা

৩ বছরে মোট বিনিয়োগ- ২,০০,০৩৭ টাকা

মোট লাভ ১,০০,০৩৭ (১ লাখ টাকা)

ফান্ডের এসআইপি পারফরম্যান্স

৩ বছরে SIP রিটার্ন- ২৮.৮৩ শতাংশ বার্ষিক

মাসিক SIP পরিমাণ- ১০,০০০ টাকা

৩ বছরে মোট বিনিয়োগ- ৩,৬০,০০০ টাকা

৩ বছরে SIP এর মান ৬,৪৪,৭২৪ টাকা

 

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News