সোনা/শেয়ার/মিউচুয়ার ফান্ড- কোথায় বিনিয়োগ করলে ২০২৫-এ সবথেকে লাভ পাবেন? রইল বিনিয়োগ টিপস

বাজার পর্যবেক্ষকরা বলেছেন ২০২৫ সালেও মূল্যবান ধাতু হিসেবে সোনা থাকবে। শেয়ার বাজার ও মিউচুয়ারফান্ড বিনিয়োগকারীদের হাসি বজায় রাখবে।

চলতি বছর শেয়ার বাজার ও মিউচুয়ার ফান্ড স্বস্তি দিয়েছে বিনিয়োগকারীদের। সোনাও মুখ ফিরিয়ে নেয়নি। আর কয়েকটা দিন মাত্র! তারপরই নতুন বছর। ২০২৫ সালে কোথায় কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ পাবেন বিনিয়োগকারীরা- রইল তারই টিপস।

পরিসংখ্যান বলছে বেঞ্চমার্ক শেয়ার সূচক BSE Sensex প্রায় ১২ শতাংশ বৃদ্ধির সঙ্গে এগিয়ে তলছে। এছড়াও BSE MidCap ও BSE SmallCap ৩০ শতাংশ ও ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সোনা ও রূপা যথাক্রমে ২১ শতাংশ ও ২০ শতাংশ বেড়েছে এই বছরই।

Latest Videos

 

বাজার পর্যবেক্ষকরা বলেছেন ২০২৫ সালেও মূল্যবান ধাতু হিসেবে সোনা থাকবে। শেয়ার বাজার ও মিউচুয়ারফান্ড বিনিয়োগকারীদের হাসি বজায় রাখবে। আগামী বছর মুদ্রাস্ফীতির আশঙ্কা রয়েছে। বিশ্বে সেরা অর্থনীতিগুলির মধ্যে বাণিজ্য কেমন যাবে সেটাও প্রভাব ফেলতে পারে বিনিয়োগ ক্ষেত্রে।

বিশেষজ্ঞদের মতে এই সময় বিশ্বের একাধিক দেশই বেকারত্ব ও কর্মসংস্থানের সমস্যায় জেরবার। ভারতেও তার প্রভাব পড়তে শুরু করেছে। তবে আইটি ক্ষেত্রে কোনও সমস্যা যেমন এই বছর ছিল না আগামী বছরও থাকবে না।

বিশেষজ্ঞ রাজেশ ভটিয়া বলেন, আগামী বছর শেযার বাজার চাঙ্গা থাকবে। প্রাইভেট ব্যঙ্ক, আইটি , ডিজিটাল কমার্স, ক্যাপিটাল গুডস ও ফার্মা সেক্টর থেকে ভাল লাভ পেতে পাতে পারেন বিনিয়োগকারীরা। নরিন্দর ওয়াধাওয়া বলেছেন,২০২৫ সালের প্রথম দিকে ভারতীয় বাজারে কিছুটা অস্থিরতা থাকতে পারে। তবে দ্বিতীয়ার্ধে বাজার চাঙ্গা হতে শুরু করবে। লার্জ ক্যাপ ও মিডক্যাপ শেয়ার থেকে ভাল লাভ পেতে পারেন বিনিয়োগকারীরা।

বিশেষজ্ঞদের কথায় ২০২৪ সালের মন ২০২৫ সালেও সোনা ও রূপা মূল্যবান ধাতু হিসেবে গুরুত্ব পাবে। নতুন বছরেও সোনার নাম তেমন কমবে না। তাই বিনিয়োগকারীরা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। কোটাক সিকিউরিটিজ-এর রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালে সোনা ও রূপার চাহিদা থাকবে তুঙ্গে।

বিশেষ দ্রব্যষ্টঃ বিনিয়োগ করার আগে নিজের দায়িত্ব সবদিক ক্ষতিয়ে দেখে বিনিয়োগ করুন। প্রয়োজনে নিজে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। তারপরই বিনিয়োগ করুন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?