২৭৭৮ টাকা বিনিয়োগে ৫ বছরেই পাবেন সাড়ে ১৪ লক্ষ টাকা! দুর্দান্ত নয়া স্কিম মোদী সরকারের

নামমাত্র টাকা বিনিয়োগ করে মাত্র পাঁচ বছরেই আপনি পেতে পারেন মাসিক ৪ লক্ষ টাকার সুদ। এছাড়াও অন্যান্য প্রচুর সুযোগ-সুবিধা রয়েছে। পোস্ট অফিসের এই প্রকল্পটির নাম হল পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম।

Parna Sengupta | Published : Dec 10, 2024 8:48 AM IST
18

ভারতীয় ডাক বিভাগ জনকল্যাণমূলক উদ্দেশ্যে এক এক সময় নতুন প্রকল্পের সূচনা করে। যার সুবিধার দেশের সাধারণ থেকে মধ্যবিত্ত পরিবার পেয়ে থাকে।

28

ভারতীয় ডাক বিভাগ যেহেতু সরকারি সংস্থা তাই অন্যান্য বেসরকারি সংস্থাগুলোর তুলনায় এর নির্ভরশীলতা অনেক বেশি। তাই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ভারতীয় ডাক বিভাগকেই সকলে বেছে নেয়।

38

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম (Post Office Time Deposit Scheme) হল একটি নিরাপদ বিনিয়োগ পদ্ধতি, যা ভারতীয় পোস্ট অফিসের মাধ্যমে পরিচালিত হয়।

48

পোস্ট অফিস টার্ম ডিপোজিটের অধীনে, এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত টাকা রাখার সুবিধা রয়েছে। এখানে যদি বিনিয়োগকারী ১ বছরের জন্য টাকা রাখেন তাহলে সেই টাকার উপরে ৬.৯% সুদ দেওয়া হয়।

58

২ বছরের টার্ম ডিপোজিটের মেয়াদের জন্য, বিনিয়োগ কারীদের ৭.০% সুদ দেওয়া হয়। ৩ বছরে মেয়াদের টার্ম ডিপোজিটের প্রদত্ত সুদের পরিমাণ ৭.১% ।

68

পোস্ট অফিস ৫ বছরের জন্য একটি টার্ম ডিপোজিট স্কিমের অধীনে সর্বোচ্চ সুদ ৭.৫%। এই স্কিমের অধীনে প্রতিদিন ২,৭৭৮ টাকা সঞ্চয় করেন তাহলে এক বছর পর অন্তত ১০ লক্ষ টাকা বিনিয়োগ হবে।

78

এই বিনিয়োগ থেকে ৫ বছরে আপনার শুধুমাত্র সুদের থেকে ৪,৪৯,৯৪৮ টাকা উপার্জন করবেন। পাঁচ বছরে মোট টাকার পরিমাণ হবে ১৪,৪৯,৯৪৮ টাকা।

88

আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য নিম্নলিখিত নথিপত্রের প্রয়োজন রয়েছে

আবেদনকারীর আধার কার্ড অথবা ভোটার আইডি।

আধার কার্ড না থাকলে বিদ্যুৎ বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট বা পাসবুক (ঠিকানা সম্বলিত)।

সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ২টি রঙিন ছবি।

আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য প্যান কার্ড জমা বাধ্যতামূলক। যদি প্যান কার্ড না থাকে, তবে ফর্ম ৬০ পূরণ করতে হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos