কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।
বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
কলকাতায় কত সোনার দাম?
২৪ এপ্রিল সোমবার প্রতি গ্রামে ৩ টাকা করে কমে গেছে ২২ ক্যারট সোনার দাম। ১ গ্রামের দাম হয়েছে ৫,৫৭২ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৭২০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,৫৭৬ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ কমতির দিকে। সোমবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫৭,২০০ টাকা।
১ গ্রাম - ৫,৫৭২ টাকা
৮ গ্রাম - ৪৪,৫৭৬ টাকা
১০ গ্রাম - ৫৫,৭২০ টাকা
১০০ গ্রাম - ৫,৫৭,২০০ টাকা
অন্যদিকে সোমবারে প্রতি গ্রামে ৩ টাকা করে দাম কমেছে ২৪ ক্যারট সোনারও। ২৪ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,০৭৯ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৮,৬৩২ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,৭৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম সোমবার কমে হয়েছে ৬,০৭,৯০০ টাকা।
১ গ্রাম - ৬,০৭৯ টাকা
৮ গ্রাম - ৪৮,৬৩২ টাকা
১০ গ্রাম - ৬০,৭৯০ টাকা
১০০ গ্রাম - ৬,০৭,৯০০ টাকা
হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দাম কমে গেলেও রুপোর দাম একই রয়েছে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো সোমবার বিকোচ্ছে কত দামে।
১ গ্রাম - ৭৬.৯০ টাকা
৮ গ্রাম - ৬১৫.২০ টাকা
১০ গ্রাম - ৭৬৯০ টাকা
১০০ গ্রাম - ৭,৬৯০ টাকা
আরও পড়ুন -
পরিবারে অশান্তি বা জীবনে ব্যর্থতার প্রধান কারণ হতে পারে ঘরের নেতিবাচক শক্তি, এই কুপ্রভাবগুলি দূর করার জন্য জেনে নিন প্রয়োজনীয় উপায়
ভারতের লজ্জা: অমর্ত্য সেনকে বিশ্বভারতীর দেওয়া 'উচ্ছেদ' নোটিসের বিরুদ্ধে সরব প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু
Kolkata Police: এবার ডিজিটাল মাধ্যমে সাধারণ মানুষের সুরক্ষায় দ্বিগুণ জোর, কলকাতা পুলিশের নয়া পন্থা
Water Metro Kochi: মেট্রো চলবে, তবে ডাঙায় নয়, জলের ওপর দিয়ে! উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী