Gold Price: শুক্রবার এক ধাক্কায় অনেকটা কমে গেল সোনা রুপোর দাম, দেখে নিন লেটেস্ট আপডেট

Published : Aug 18, 2023, 07:36 AM IST
Gold Silver Rate

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। বিগত মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

আজ কলকাতায় কত সোনার দাম?

১৮ অগাস্ট শুক্রবার সোনার দাম অনেকটাই নিম্নমুখী। ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হয়েছে ৫,৪১০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম ৪৩,২৮০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৪,১০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম আজ হল, ৫,৪১,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৪১০ টাকা

৮ গ্রাম - ৪৩,২৮০ টাকা

১০ গ্রাম - ৫৪,১০০ টাকা

১০০ গ্রাম - ৫,৪১,০০০ টাকা

অন্যদিকে, ১৮ অগাস্ট ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৫,৯০২ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৭,২১৬ টাকা। ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম, ৫৯,০২০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম ৫,৯০,২০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৯০২ টাকা

৮ গ্রাম - ৪৭,২১৬ টাকা

১০ গ্রাম - ৫৯,০২০ টাকা

১০০ গ্রাম - ৫,৯০,২০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দামও কমে গিয়েছে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শুক্রবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম: ৭২.৫০ টাকা

৮ গ্রাম: ৫৮০ টাকা

১০ গ্রাম: ৭২৫ টাকা

১০০ গ্রাম: ৭,২৫০ টাকা

আরও পড়ুন-

পুজো করার সময় চোখ থেকে জল পড়া বা হাত পুড়ে যাওয়া কি অশুভ লক্ষণ? জেনে নিন এখনই
Weather News: নিম্নচাপের ফাঁড়া কাটলেও বৃষ্টি অব্যাহত, শুক্রবার পশ্চিমবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
নিমেষে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! আয়কর সম্বন্ধীয় মেসেজ পেলেই ভুল করবেন না
অনুব্রত মণ্ডলের গড়ে তৃণমূলের পরিবর্তন, বীরভূম জেলা সভাধিপতি এবার কাজল শেখ

PREV
click me!

Recommended Stories

ব্র্যান্ডেড ডিমে লুকিয়ে ক্যান্সারের ঝুঁকি? নয়া এই রিপোর্ট ঘিরে বাড়ছে উদ্বেগ
Gold Price Today: লক্ষ্মীবারে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আরও কমলো সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে জেনে নিন?