Gold Price: সপ্তাহের শুরুতে কত হল সোনার দাম? দেখে নিন সোমবারের লেটেস্ট দর

Published : Jul 10, 2023, 07:38 AM IST
Gold price in Jaipur

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

১০ জুলাই সোমবার ২২ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৪৫৫ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৩,৬৪০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৪,৫৫০ টাকা। সোমবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৪৫,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম ৫,৪৫৫ টাকা

৮ গ্রাম ৪৩,৬৪০ টাকা

১০ গ্রাম ৫৪,৫৫০ টাকা

১০০ গ্রাম ৫,৪৫,৫০০ টাকা

অন্যদিকে ১০ জুলাই ২৪ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৯৫১ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ৪৭,৬০৮ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫৯,৫১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম সোমবার হয়েছে ৫,৯৫,১০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম ৫,৯৫১ টাকা

৮ গ্রাম ৪৭,৬০৮ টাকা

১০ গ্রাম ৫৯,৫১০ টাকা

১০০ গ্রাম ৫,৯৫,১০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দাম রয়েছে বাড়তির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো সোমবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম ৭৩.৩০ টাকা

৮ গ্রাম ৫৮৬.৪০ টাকা

১০ গ্রাম ৭৩৩ টাকা

১০০ গ্রাম ৭,৩৩০ টাকা

আরও পড়ুন

Weather News: ঊর্ধ্বমুখী কলকাতার তাপমাত্রা, তারই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলার পূর্বাভাস
Urfi Javed: স্তনের সঙ্গে লেপটে রয়েছে সূক্ষ্ম অলঙ্কার, উরফি জাভেদের আধো-ঢাকা শরীরে নেট দুনিয়ায় তোলপাড়

Delhi Rain: সমুদ্রের মতো ঢেউয়ে ডুবে যাচ্ছে গাড়ি, প্রবল বৃষ্টির দাপটে দিল্লিতে ভাঙছে একের পর এক বাড়ি
কুষ্ঠিতে যদি বিরাজ করে রাহু গ্রহের অশুভ প্রভাব, তাহলে তা নিরাময় করবেন কীভাবে? জেনে নিন সহজ কয়েকটি উপায়

PREV
click me!

Recommended Stories

SBI Recruitment: আরও ভালো পরিষেবা দিতে বদ্ধপরিকর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ৫৪১ জন প্রবেশনারি অফিসার নিয়োগ করল তারা
IPO 2025: এই বছর এই ৫ আইপিও দিয়েছে বিনিয়োগকারীদের বড় ঝটকা! এখনও রয়েছে লোকসানে