কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।
বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
কলকাতায় কত সোনার দাম?
১ জুলাই শনিবার ২২ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৩৯৫ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৩,১৬০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৩,৯৫০ টাকা। শনিবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৩৯,৫০০ টাকা।
১ গ্রাম - ৫,৩৯৫ টাকা
৮ গ্রাম - ৪৩,১৬০ টাকা
১০ গ্রাম - ৫৩,৯৫০ টাকা
১০০ গ্রাম - ৫,৩৯,৫০০ টাকা
অন্যদিকে ১ জুলাই ২৪ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৮৮৫ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ৪৭,০৮০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫৮,৮৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম শনিবার হয়েছে ৫,৮৮,৫০০ টাকা।
১ গ্রাম - ৫,৮৮৫ টাকা
৮ গ্রাম - ৪৭,০৮০ টাকা
১০ গ্রাম - ৫৮,৮৫০ টাকা
১০০ গ্রাম - ৫,৮৮,৫০০ টাকা
হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দাম রয়েছে বাড়তির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শনিবার বিকোচ্ছে কত দামে।
১ গ্রাম - ৭১.৯০ টাকা
৮ গ্রাম - ৫৭৫.২০ টাকা
১০ গ্রাম - ৭১৯ টাকা
১০০ গ্রাম - ৭,১৯০ টাকা
আরও পড়ুন -
Maharashtra Bus Fire: রাস্তায় উলটে দাউদাউ করে জ্বলছে বাস! ৩ শিশু সহ ২৫ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু
চলন্ত ট্রেনে ছিনতাইবাজদের হাত থেকে ফোন বাঁচাতে গিয়ে দরিদ্র যুবকের মৃত্যু, হায়দরাবাদে মর্মান্তিক ঘটনা
Weather News: জুলাইয়ের প্রথম সপ্তাহেই একটানা বৃষ্টির পূর্বাভাস, নিম্নমুখীই থাকবে কলকাতার তাপমাত্রা