Gold Price: বুধবার এক ধাক্কায় কমে গেল সোনা রুপোর দাম, দেখে নিন আজকের লেটেস্ট আপডেট

Published : Jul 26, 2023, 09:08 AM IST
india Gold price today

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

২৬ জুলাই বুধবার সোনার দাম নিম্নমুখী। ২২ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৫০০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,০০০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,০০০ টাকা। বুধবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫০,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম: ৫,৫০০ টাকা

৮ গ্রাম: ৪৪,০০০ টাকা

১০ গ্রাম: ৫৫,০০০ টাকা

১০০ গ্রাম: ৫,৫০,০০০ টাকা

অন্যদিকে ২৬ জুলাই ২৪ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৬,০০০ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ৪৮,০০০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,০০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম বুধবার হয়েছে ৬,০০,০০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম: ৬,০০০ টাকা

৮ গ্রাম: ৪৮,০০০ টাকা

১০ গ্রাম: ৬০,০০০ টাকা

১০০ গ্রাম: ৬,০০,০০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দামও রয়েছে কমতির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো বুধবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম: ৭৭ টাকা

৮ গ্রাম: ৬১৬ টাকা

১০ গ্রাম: ৭৭০ টাকা

১০০ গ্রাম: ৭,৭০০ টাকা

আরও পড়ুন:

আড়াই হাজার ছাড়িয়ে গিয়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, বাংলাদেশ থেকে আগত মানুষদের রক্তপরীক্ষার প্রস্তাব
রাজ্য সরকারের ৩টি দফতরে সিবিআইয়ের চিঠি, নিয়োগ দুর্নীতিতে বড়সড় পদক্ষেপ নিল তদন্তকারী সংস্থা

Weather News: বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বাড়বে কোন কোন জেলায়? দেখে নিন আজকের আবহাওয়ার আপডেট

Conjunctivitis: ভয়াবহ হচ্ছে ‘জয় বাংলা’! পশ্চিমবঙ্গ, দিল্লি, গুজরাট, অরুণাচল, সর্বত্র বাড়ছে চোখের সংক্রমণ

PREV
click me!

Recommended Stories

ইন্ডিগোর আকাশে দুর্যোগ, DGCA-র কড়া হাতে রাশ! ৫% ফ্লাইট কমানোর সিদ্ধান্ত
ব্রিটিশদের হারানো এক বাঙালির সাফল্যের গল্প! যা প্রতিটি বাঙালির অবশ্যই জানা উচিত