প্রতিমুহূর্তে পরিবর্তন হয় সোনার দাম। কখনও তা লাখ ছুুঁই ছুঁই তো কখনও দাম কমছে। আজ সোনার দামে আবারও পতন। কলকাতা, মুম্বই, দিল্লি সহ বিভিন্ন শহরে আজ সোনার দাম কমেছে। ২২ ও ২৪ ক্যারেট সোনার নতুন দাম জেনে নিন।
সুখবর। শুক্রবার ফের অনেকটা কমে গেল সোনার দাম। দীর্ঘমেয়াদি বিনিয়োগের এক নিরাপদ মাধ্যম হল সোনা। তবে, বর্তমানে বিশাল দাম বেড়ে যাওয়ার কারণে সোনার ক্ষেত্রে বিনিয়োগ কমেছে। এবার ফের কমে গেল সোনার দাম। প্রতিমুহূর্তে পরিবর্তন হয় সোনার দাম। কখনও তা লাখ ছুুঁই ছুঁই তো কখনও দাম কমছে।
27
শেষ কয় মাস ধরে সোনার দাম ক্রমে বেড়ে চলেছে। মাঝে দামের পতন হলেও সে অর্থে পতন হয়নি। আজ ফের পরিবর্তন হল সোনার দাম। গত কালের থেকে অল্প হলেও কমেছে দাম। এক ঝলকে দেখে নিন কোন শহরে কত দাম এই সোনালী ধাতুর। কলকাতা শহর তো বটেই সঙ্গে জেনে নিন মুম্বই, দিল্লি-সহ অন্যান্য শহররে দামের হিসেব।
37
আজ কলকাতায় সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৯,২১০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১০,০৪৮। গতকালের তুলনার প্রায় ৫০ টাকা মতো দাম কমেছে সোনার।
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম কার জেরে অনেকেই অন্যত্র বিনিয়োগ করছেন। আবার অনেকের মতে এখনও সোনায় বিনিয়োগ করা লাভজনক। বিশেষজ্ঞের মতে, বর্তমানে সর্বোচ্চ স্থানে পৌঁছে গিয়েছে সোনার দাম। আজ আবার কমে গেলে সোনার দাম।