বৈশাখ থেকে বিয়ের মরশুম। আর বাঙালি বিয়ে মানে কনের গায়ে সোনার গয়না থাকতেই হবে।
সে কারণে নিজের সারা জীবনের টাকা খরচ করে সোনা কিনে থাকেন সকলে। কিন্তু, বর্তমানে যে ভাবে বেড়ে চলেছ সোনার দাম তাতে গয়না কিনতে নাস্তানাবুদ হচ্ছেন সকলে।
এদিকে সামনেই পয়লা বৈশাখ। সে সময় সোনার বাজারকে কেন্দ্র করে বাঙালি মনে আলাদা আবেগ কাজ করে।
অনেকেই ছোট হলেও কিছু একটা কিনতে চান। কিন্তু, শেষ কয় সপ্তাহ ধরে সোনার জিনিসে হাত দেওয়া যাচ্ছে না বলে দাবি মধ্যবিত্তের।
তবে এবার বাঙালির আবেগকে উষ্কে দিচ্ছে সোনার দাম। গত সপ্তাহে এর গত কালও কমেছে সোনার দাম।
আগামী কয়েক বছরের মধ্যে সোনার দামে বিরাট পতন দেখা যাবে বলে জানিয়েছিল আমেরিকান সংস্থা মর্নিংস্টারের ইক্যুইটি বিশ্লেষক জন মিলস।
তাঁর ভবিষ্যত বাণী অনুসারে, প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম নেমে আসবে ৬০ হাজার টাকায়। প্রতিদিনই তাঁর ভবিষ্যদ্বাণী বাস্তবে পরিণত হচ্ছে।
৮ এপ্রিল ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছিল ৬৫০ টাকা। ১০ গ্রামের দাম ছিল ৮৯ হাজার ৭৩০ টাকা।
কলকাতা ৮ তারিখ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৬০০ টাকা কমে যায়। ১০ গ্রামের দাম ছিল ৮২ হাজার ২৫০ টাকা।
গতকাল ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দামও করেছিল ৪৯০ চাকা। ১০ গ্রামের দাম দাঁড়ায় ৬৭ হাজার ৩০০ টাকা।
এভাবে সোনার দামে পতন হতে শুরু করলে অনেকেরই আশা শীঘ্রই ৬০ হাজার হবে প্রতি ১০ গ্রাম সোনার দাম।
এদিকে আজ ফের বেড়েছে দাম। আজ ৯ এপ্রিল কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৯০,৪৪০ টাকা।
কলকাতা ৯ তারিখ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮২ হাজার ৯০০ টাকা।
Sayanita Chakraborty