কবে ৬০ হাজার হবে সোনা? গতকালের বিরাট পতনের পর আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু

Published : Apr 09, 2025, 11:41 AM IST

বিয়ের মরশুমে সোনার দাম আকাশছোঁয়া। তবে, পয়লা বৈশাখ উপলক্ষ্যে গত সপ্তাহে ও গতকাল সোনার দাম কমেছিল। আমেরিকান সংস্থা মর্নিংস্টারের বিশ্লেষক জন মিলস জানিয়েছেন, শীঘ্রই সোনার দাম ৬০ হাজারে নেমে আসবে।

PREV
113

বৈশাখ থেকে বিয়ের মরশুম। আর বাঙালি বিয়ে মানে কনের গায়ে সোনার গয়না থাকতেই হবে।

213

সে কারণে নিজের সারা জীবনের টাকা খরচ করে সোনা কিনে থাকেন সকলে। কিন্তু, বর্তমানে যে ভাবে বেড়ে চলেছ সোনার দাম তাতে গয়না কিনতে নাস্তানাবুদ হচ্ছেন সকলে।

313

এদিকে সামনেই পয়লা বৈশাখ। সে সময় সোনার বাজারকে কেন্দ্র করে বাঙালি মনে আলাদা আবেগ কাজ করে।

413

অনেকেই ছোট হলেও কিছু একটা কিনতে চান। কিন্তু, শেষ কয় সপ্তাহ ধরে সোনার জিনিসে হাত দেওয়া যাচ্ছে না বলে দাবি মধ্যবিত্তের।

513

তবে এবার বাঙালির আবেগকে উষ্কে দিচ্ছে সোনার দাম। গত সপ্তাহে এর গত কালও কমেছে সোনার দাম।

613

আগামী কয়েক বছরের মধ্যে সোনার দামে বিরাট পতন দেখা যাবে বলে জানিয়েছিল আমেরিকান সংস্থা মর্নিংস্টারের ইক্যুইটি বিশ্লেষক জন মিলস।

713

তাঁর ভবিষ্যত বাণী অনুসারে, প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম নেমে আসবে ৬০ হাজার টাকায়। প্রতিদিনই তাঁর ভবিষ্যদ্বাণী বাস্তবে পরিণত হচ্ছে।

813

৮ এপ্রিল ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছিল ৬৫০ টাকা। ১০ গ্রামের দাম ছিল ৮৯ হাজার ৭৩০ টাকা।

913

কলকাতা ৮ তারিখ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৬০০ টাকা কমে যায়। ১০ গ্রামের দাম ছিল ৮২ হাজার ২৫০ টাকা।

1013

গতকাল ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দামও করেছিল ৪৯০ চাকা। ১০ গ্রামের দাম দাঁড়ায় ৬৭ হাজার ৩০০ টাকা।

1113

এভাবে সোনার দামে পতন হতে শুরু করলে অনেকেরই আশা শীঘ্রই ৬০ হাজার হবে প্রতি ১০ গ্রাম সোনার দাম।

1213

এদিকে আজ ফের বেড়েছে দাম। আজ ৯ এপ্রিল কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৯০,৪৪০ টাকা।

1313

কলকাতা ৯ তারিখ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮২ হাজার ৯০০ টাকা।

click me!

Recommended Stories