লক্ষ্মীবারে ফের বেড়ে গেল সোনা-রুপোর দাম, দেখে নিন বৃহস্পতিবারের লেটেস্ট আপডেট

Published : Apr 20, 2023, 07:12 AM IST
aaj ka Gold price

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

২০ এপ্রিল বৃহস্পতিবার প্রতি গ্রামে ২০ টাকা করে বেড়ে গেছে ২২ ক্যারট সোনার দাম। ১ গ্রামের দাম হয়েছে ৫,৬০৫ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,০৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,৮৪০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ বাড়তির দিকে। বৃহস্পতিবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৬০,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৬০৫ টাকা

৮ গ্রাম - ৪৪,৮৪০ টাকা

১০ গ্রাম - ৫৬,০৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৬০,৫০০ টাকা

অন্যদিকে বৃহস্পতিবারে প্রতি গ্রামে ২৩ টাকা করে দাম বেড়েছে ২৪ ক্যারট সোনারও। ২০ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬১১৫ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৮,৯২০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬১,১৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম বৃহস্পতিবার বেড়ে হয়েছে ৬,১১,৫০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬১১৫ টাকা

৮ গ্রাম - ৪৮,৯২০ টাকা

১০ গ্রাম - ৬১,১৫০ টাকা

১০০ গ্রাম - ৬,১১,৫০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও রয়েছে বাড়তির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো বৃহস্পতিবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৭.৬০ টাকা

৮ গ্রাম - ৬২০.৮০ টাকা

১০ গ্রাম - ৭৭৬ টাকা

১০০ গ্রাম - ৭,৭৬০ টাকা

আরও পড়ুন -

সায়ন বনাম অরিত্র, ইউটিউব চ্যানেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে তর্ক-বিতর্ক চরমে
গুরু চণ্ডাল যোগ কী? কোন ৪ রাশির জীবনে আসবে ভয়ঙ্কর ক্ষতি, জেনে নিন কুপ্রভাব এড়ানোর উপায়

Raju Jha: রাজু ঝা খুনে পানাগড় থেকে গ্রেফতার অভিজিৎ মণ্ডল, আরও মাফিয়া-যোগের সন্দেহ করছে পুলিশ

PREV
click me!

Recommended Stories

ব্রিটিশদের হারানো এক বাঙালির সাফল্যের গল্প! যা প্রতিটি বাঙালির অবশ্যই জানা উচিত
Gold Price Today: বিয়ের মরশুমে আরও কমলো সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট সোনা আজ কততে বিকোচ্ছে জেনে নিন?