বেড়েই চলেছে সোনার দাম। মূল্যবান এই ধাতু আরও দামি হতে চলেছে। এই দাম এতটাই বেড়েছে যে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের।
চলছে বিয়ের মরশুম। তার মাঝে সোনার দাম আকাশ ছোঁয়া। গত কয় দিন ধরে আরও যেন বেড়ে যাচ্ছে দাম।
বাঙালি বিয়ে মানেই সোনার গয়না। আর এই গয়না কিনতে মোটা টাকা খরচ করতে পিছ পা হন না অধিকাংশই।
তবে, এখন মোটা টাকা খরচ করেও মিলছে খুব অল্প সোনা। যাতে মন ভরছে না বাঙালির।
সে যাই হোক, বাজেটের পর ফের আকাশ ছোঁয়া হল সোনার দাম। ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম শুনলে চমকে যাবে।
আজ মঙ্গলবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭ হাজার ৮১৯ টাকা। গতকাল যা ছিল ৭ হাজার ৭০৫ টাকা।
তেমনই আজ প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৫২০ টাকা। গতকাল যা ছিল ৮ হাজার ৪০৫ টাকা।
অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরির হার বানাতে হলে শুধু সোনা-ই লাগবে ৭৮,১৯০ টাকা। এৎ ওপর মেকিং চার্জ তো আছেই।
বেশ কিছুদিন ধরে ওঠা-নামা করছে সোনার দাম। ক্রমে বাড়ছে দাম।
বর্তমানে আকাশ ছোঁয়া সোনার দাম। বিয়ের মরশুমে মাথায় হাত মধ্যবিত্তের।
Sayanita Chakraborty