লক্ষ টাকা খরচ করেও মিলছে না ভারী হার, ফের বাড়ল সোনার দাম, আজ কলকাতায় সোনার রেট শুনলে চমকে যাবেন

Published : Feb 04, 2025, 11:16 AM IST

বিয়ের মরশুমে সোনার দাম আকাশছোঁয়া। ২২ ক্যারেট সোনার দাম ৭,৮১৯ টাকা এবং ২৪ ক্যারেট ৮,৫২০ টাকা প্রতি গ্রাম। দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের চিন্তা বেড়েছে।

PREV
110

বেড়েই চলেছে সোনার দাম। মূল্যবান এই ধাতু আরও দামি হতে চলেছে। এই দাম এতটাই বেড়েছে যে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের।

210

চলছে বিয়ের মরশুম। তার মাঝে সোনার দাম আকাশ ছোঁয়া। গত কয় দিন ধরে আরও যেন বেড়ে যাচ্ছে দাম।

310

বাঙালি বিয়ে মানেই সোনার গয়না। আর এই গয়না কিনতে মোটা টাকা খরচ করতে পিছ পা হন না অধিকাংশই।

410

তবে, এখন মোটা টাকা খরচ করেও মিলছে খুব অল্প সোনা। যাতে মন ভরছে না বাঙালির।

510

সে যাই হোক, বাজেটের পর ফের আকাশ ছোঁয়া হল সোনার দাম। ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম শুনলে চমকে যাবে।

610

আজ মঙ্গলবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭ হাজার ৮১৯ টাকা। গতকাল যা ছিল ৭ হাজার ৭০৫ টাকা।

710

তেমনই আজ প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৫২০ টাকা। গতকাল যা ছিল ৮ হাজার ৪০৫ টাকা।

810

অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরির হার বানাতে হলে শুধু সোনা-ই লাগবে ৭৮,১৯০ টাকা। এৎ ওপর মেকিং চার্জ তো আছেই।

910

বেশ কিছুদিন ধরে ওঠা-নামা করছে সোনার দাম। ক্রমে বাড়ছে দাম।

1010

বর্তমানে আকাশ ছোঁয়া সোনার দাম। বিয়ের মরশুমে মাথায় হাত মধ্যবিত্তের।

click me!

Recommended Stories