শেষ কদিন ধরে মধ্যবিত্তের মুখে যেন হাসি ফুটেছিল। সামান্য হলেও কমেছিল সোনার দাম।
210
শেষ কয় মাসে যেভাবে সোনার দাম বেড়েছিল তাতে অধিকাংশই সোনার জিনিস কিনতে হাঁপিয়ে গিয়েছিলেন। সে যাই হোক, আজ আবার বাড়ল দাম। গত কালের থেকে আরও দামী হল সোনালি ধাতু।
310
জেনে নিন আজ ২১ মে কলকাতায় কত টাকায় বিকোচ্ছে সোনা। সেই সঙ্গে রইল কলকাতা-সহ বিভিন্ন শহরের সোনার দামের তালিকা।