Gold Price Drop: আর ক'টা দিন সবুর করলে পাবেন সুখবর! সোনার দাম কমে হচ্ছে ৭৫ হাজার টাকা

Published : Jun 20, 2025, 10:06 AM ISTUpdated : Jun 20, 2025, 12:33 PM IST

Gold Price Drop: সিটি ব্যাঙ্কের অনুমান আগামী কয়েক মসের মধ্যেই অনেকটাই কমে যাবে সোনার দাম। আগামী তিন মাসের মধ্যেই সোনার দাম নেমে আসতে পারে ৯১ হাজার ৭৫৫ টাকায়। 

PREV
111
স্বর্ণপ্রেমিদের জন্য সুখবর

সম্প্রতি হুহু করে বাড়ছে সোনার দাম। চলমান সংকট আর অর্থনৈতিক উত্তেজনার কারণে ১ লক্ষ টাকার গণ্ডি ছুঁয়েছিল হলুদ ধাতু।

211
সোনার দাম

মে-জুন মাসে ভারতে সোনার দাম ১ লক্ষ টাকার আশেপাশে ছিল। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনা কিনতে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তর।

311
আর ক'টাদিন সবুর করুন

বিশেষজ্ঞদের কথায় আর কয়েকটা দিন অপেক্ষা করলেই সোনার দাম মধ্যবিত্তের হাতের মুঠোয় চলে আসবে।

411
আজ সোনার দাম

২৪ ক্যারাট ১০ গ্রাম পাকা সোনার দাম ৯৯ হাজার ৪৫০ টাকা। পাকা খুচরো সোনার দাম ৯৯ হাজার ৯০০ টাকা। হলমার্ক যুক্ত সোনার দাম ৯৪ হাজার ৯৫০ টাকায

511
সিটি ব্যাঙ্কের অনুমান

সিটি ব্যাঙ্কের অনুমান আগামী কয়েক মসের মধ্যেই অনেকটাই কমে যাবে সোনার দাম। আগামী তিন মাসের মধ্যেই সোনার দাম নেমে আসতে পারে ৯১ হাজার ৭৫৫ টাকায়।

611
সিটি ব্যাঙ্কের অনুমান

২০২৬ সালের শেষ দিকে সোনার দাম নেমে আসতে পারে ৭৫ হাজার টাকার আশেপাশে। ব্যাঙ্কের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে সেই সময় সোনার নাম ৮২ হাজার টাকা থেকে ৭৬ হাজার টাকার মধ্যে ঘোরাঘুরি করবে।

711
দাম কমার কারণ

ব্যাঙ্ক কর্তৃপক্ষের অনুমান সেই সময় সোনর চাহিদা অনেকটাই কম থাকবে। আর তার কারণেই কমবে দাম।

811
পরিস্থিতি স্বাভাবিক হবে

বিশেষজ্ঞদের অনুমান আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্বে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তা স্বাভাবিক হবে। শেয়ার বাজার অনেকটাই থিতু হবে। আর তার কারণেই সোনার বিনিয়োগ কমবে।

911
বর্তমানে সোনায় বিনিয়োগ

বর্তমানে চলমান সংকট আর আর্থিক অনিশ্চতয়ার কারণে শেয়ার বাজার অস্থির। সেই কারণে নিশ্চিত বিনিয়োগের জায়গা হল সোনা। তাই সোনার দামও আকাশছোঁয়া।

1011
রুপোর দাম

সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। বর্তমানে রুপোর কিলো ১ লক্ষ টাকার বেশি।

1111
বিশেষ দ্রব্যষ্ট

এই প্রতিবেদন শুধুমাত্র তথ্য সরবরাহের জন্য। বিনিয়োগের সিদ্ধান্ত আপনার। চাইলে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন। এই প্রতিবেদন বিনিয়োগের জন্য নয়।

Read more Photos on
click me!

Recommended Stories