- Home
- West Bengal
- West Bengal News
- রাজ্য সরকার কি ভাতা দিতে পারবে চাকরিহারাদের? আজ সকাল ১০টায় রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের
রাজ্য সরকার কি ভাতা দিতে পারবে চাকরিহারাদের? আজ সকাল ১০টায় রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, শুক্রবার সকাল, আজ সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করবেন বিচারপতি অমৃতা সিনহা।

রায় ঘোষণা
আজ এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) -এর গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি প্রার্থীদের ভাতা দেওয়া নিয়ে রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট।
রায় ঘোষণা
রায় ঘোষণা করবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
ভাতার পরিমাণ
এসএসসি চাকরিহারাদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রথম মাসের ভাতাও দেওয়া হয়েছে। গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার ও গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ভাতার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ
রাজ্য সরকারের এই ভাতার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। গত সপ্তাহতেই শেষ হয়েছে শুনানি।
রায় ঘোষণা স্থগিত
কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রায়দান স্থগিত রেখেছিলেন। আজ সেই রায়ই ঘোষণা করা হতে পারে।
রায় ঘোষণা
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, শুক্রবার সকাল, আজ সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করবেন বিচারপতি অমৃতা সিনহা।
কেন ভাতা দেওয়া হবে?
চাকরিহারা শিক্ষাকর্মীদের কেন ভাতা দেওয়া হবে? রাজ্য সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। মামলাকারীদের দাবি ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দেশে চাকরি গিয়েছে অনেকের। কিন্তু নিয়োগে দুর্নীতি থাকায় অনেকেই চাকরি পাননি। তাদের কী হবে? তাদের কেন ভাতা দেওয়া হবে না? তারা কেন বঞ্চিত থাকবে?
কলকাতা হাইকোর্টের প্রশ্ন
এই মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতা হাইকোর্টকে। শুনানির সময় বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্ক্রুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
মৌখিক নির্দেশ
সেই শুনানিতেই মৌখিকভাবে কলকাতা হইকোর্ট আপাতত ভাতা দেওয়ার বিষয়টি বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে।
তাকিয়ে রায়ের দিকে
এবার চাকরিহারারা তাকিয়ে রয়েছেন কলকাতা হাইকোর্টের রায়ের দিকে। রায়ের ওপরই নির্ভর করছে তাদের ভাতা পাওয়ার বিষয়টা।

