কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে সোনার দামে কোনও পরিবর্তন হয়নি। ১৮, ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম গতকালের সমানই রয়েছে। বিভিন্ন শহরের সোনার দামের তালিকা দেখে নিন।
এক নাগারে বেশ কিছুটা দাম কমায় রবিবারে কোথায় দাঁড়াল সোনার দাম। পরপর বেশ কিছুটা দাম কমেছে সোনার। এর আগে এক লাফে বেশ কিছুটা বেড়েছিল সোনার দর।
211
বিয়ের মরসুমের আগে কততে দাঁড়িয়ে হলুদ ধাতুর দর। আজ কতটা বাড়ল বা কমলো, জেনে নিন কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে…
311
কলকাতায় আজ সোনার দাম
১৮ ক্যারেট – ১ গ্রাম সোনার দাম ৭৩০৭ টাকা, গতকালের দামই রয়েছে। ১০ গ্রাম সোনার দাম ৭৩০৭০ টাকা, গতকালের দামই রয়েছে। ১০০ গ্রাম সোনার দাম ৭৩০৭০০ টাকা, গতকালের দামই রয়েছে।