Gold Silver Price: মঙ্গলবার কত হল সোনা-রুপোর দর? জেনে নিন আজকের লেটেস্ট আপডেট

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

১৬ মে মঙ্গলবার ২২ ক্যারট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৫,৬৬৫ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,৬৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৫,৩২০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ একই রয়েছে। মঙ্গলবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৬৬,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৬৬৫ টাকা

৮ গ্রাম - ৪৫,৩২০ টাকা

১০ গ্রাম - ৫৬,৬৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৬৬,৫০০ টাকা

অন্যদিকে ১৬ মে তারিখে ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম রয়েছে ৬,১৮০ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৯,৪৪০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬১,৮০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম মঙ্গলবার বেড়ে হয়েছে ৬,১৮,০০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,১৮০ টাকা

৮ গ্রাম - ৪৯,৪৪০ টাকা

১০ গ্রাম - ৬১,৮০০ টাকা

১০০ গ্রাম - ৬,১৮,০০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও একই রয়েছে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো মঙ্গলবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৪.৮০ টাকা

৮ গ্রাম - ৫৯৮.৪০ টাকা

১০ গ্রাম - ৭৪৮ টাকা

১০০ গ্রাম - ৭,৪৮০ টাকা

আরও পড়ুন -

দিল্লি থেকে সন্ধ্যাবেলা রওনা দিলে কলকাতায় পৌঁছে যাবেন পরদিন দুপুরেই, দ্রুততম এক্সপ্রেসওয়ে মাত্র ৩ বছরের মধ্যেই
ঘোষিত হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার দিন, টুইট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

১৫ বছর ধরে অসুস্থতার ছুটিতে থাকা সত্ত্বেও মাইনে বাড়েনি কেন? কোম্পানিকে আইনি নোটিস ধরালেন আইটি কর্মী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন