কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।
বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। বিগত মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
আজ কলকাতায় কত সোনার দাম?
২১ অগাস্ট সোমবার সোনার দাম নিম্নমুখী। ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হয়েছে ৫,৪১০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম ৪৩,২৮০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৪,১০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম আজ হল, ৫,৪১,০০০ টাকা।
১ গ্রাম - ৫,৪১০ টাকা
৮ গ্রাম - ৪৩,২৮০ টাকা
১০ গ্রাম - ৫৪,১০০ টাকা
১০০ গ্রাম - ৫,৪১,০০০ টাকা
অন্যদিকে, ২১ অগাস্ট ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৫,৯০২ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৭,২১৬ টাকা। ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম, ৫৯,০২০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম ৫,৯০,২০০ টাকা।
১ গ্রাম - ৫,৯০২ টাকা
৮ গ্রাম - ৪৭,২১৬ টাকা
১০ গ্রাম - ৫৯,০২০ টাকা
১০০ গ্রাম - ৫,৯০,২০০ টাকা
হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দাম একই রয়েছে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো সোমবার বিকোচ্ছে কত দামে।
১ গ্রাম: ৭৩.৩০ টাকা
৮ গ্রাম: ৫৮৬.৪০ টাকা
১০ গ্রাম: ৭৩৩ টাকা
১০০ গ্রাম: ৭,৩৩০ টাকা
আরও পড়ুন-
Weather News: সপ্তাহের শুরু থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, ধীরে ধীরে নামতে পারে তাপমাত্রার পারদ
জঙ্গিদের মেয়েদের সুস্থভাবে বড় করছেন অধিক কদম, সন্ত্রাসবহুল কাশ্মীরে এক দুর্দান্ত চ্যালেঞ্জ!
পাকিস্তানে একের পর এক গির্জায় আগুন! খ্রিষ্টানদের বাড়ি পুড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা করল UAE
Photos Vastu Direction: বাড়িতে কোনও ছবি টাঙালে ৮টি মারাত্মক ভুল অবশ্যই এড়িয়ে চলুন