সোনার দাম ছোঁবে আড়াই লক্ষ? খুব খারাপ খবর সোনাপ্রেমীদের জন্য! দেখুন কবে হবে এত দাম?

Published : Jul 31, 2025, 03:58 PM ISTUpdated : Aug 12, 2025, 11:25 AM IST

একসময় ১০ গ্রাম সোনার দাম ছিল মাত্র ৩০ হাজার টাকা। আর ২০২৫ সালের জুলাই মাসে এসে তা পৌঁছেছে প্রায় ১ লক্ষ টাকা! অর্থাৎ, গত ৬ বছরের সোনার দাম ২০০ শতাংশ বেড়েছে। মানে ভাবতে পারছেন?

PREV
17

দিনের পর দিন রেকর্ড ছুঁচ্ছে সোনার দাম (Gold Price)। কলকাতায় আজ সোনার দাম

২৪ ক্যারেট ––১ গ্রাম সোনার দাম ১০১৪০ টাকা, গতকালের থেকে ৮৮ টাকা কমেছে। ১০ গ্রাম সোনার দাম ১০১৪০০ টাকা, গতকালের থেকে ৮৮০ টাকা কমেছে। ১০০ গ্রাম সোনার দাম ১০১৪০০০ টাকা, গতকালের থেকে ৮৮০০ টাকা কমেছে।

27

একসময় ১০ গ্রাম সোনার দাম ছিল মাত্র ৩০ হাজার টাকা। আর ২০২৫ সালের জুলাই মাসে এসে তা পৌঁছেছে প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি। অর্থাৎ, গত ৬ বছরের সোনার দাম ২০০ শতাংশ বেড়েছে। এখন প্রশ্ন উঠছে, আগামী দিনে সোনার দাম ঠিক কতদূর গড়াতে পারে?

37

সোনার দামের এই ঊর্ধ্বগতির পিছনে রহস্য কী?

বেশ কিছু বিশেষজ্ঞ বলছে, একাধিক বৈশ্বিক টানাপোড়েনের জেরেই সোনার দরের উর্ধ্বগতি। প্রথমত কোভিড ১৯ মহামারী, দ্বিতীয়ত আন্তর্জাতিক ও রাজনৈতিক টানাপোড়েন যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-ইজরায়েল যুদ্ধ। এর পাশাপাশি আর্থিক অনিশ্চয়তা সোনার দামের উপর বিরাট প্রভাব ফেলছে।

47

এর ফলে বিনিয়োগকারীদের কাছে সোনা এখন নিরাপদ বিনিয়োগের বিকল্প হয়ে উঠছে। আর ২০২৫ সালের এপ্রিল মাসে দাঁড়িয়ে MCX-এ ১০ গ্রাম সোনার সর্বোচ্চ মূল্য পৌঁছেছিল ১,০১,০৭৮ টাকা, যা সত্যি ঐতিহাসিক রেকর্ড বলা চলে।

57

পাঁচ বছরে সোনার দাম কতদূর গড়াতে পারে?

Live Mint-এর সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী বিশেষজ্ঞরা পূর্বভাস দিচ্ছে, আগামী পাঁচ বছরে সোনার দাম নাকি প্রতি ১০ গ্রাম ২,২৫,০০০ টাকা ছুঁতে পারে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। হিসাব বলছে, ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে সোনার দাম প্রতিবছরে ১৮% হারে বেড়েছে। আর যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে ২.৫ লক্ষ টাকায় ঠেকতে পারে হলুদ ধাতুর বাজার দর।

67

তবে আরেক ফাইন্যান্স সংস্থার রিপোর্ট বলছে, এখন সোনার বাজার কনসলিডেশন ফেজে প্রবেশ করেছে। অর্থাৎ, নতুন কোনো বড় ঘটনা বা আন্তর্জাতিক টানাপোড়েন না ঘটলে কিছুদিন স্থিতিশীল থাকতে পারে হলুদ ধাতুর বাজার দর।

77

উল্লেখ্য, চিনের মতো দেশ ইতিমধ্যেই তাদের ইন্সুরেন্স সেক্টরে AUM-র 1% সোনায় বিনিয়োগ করে ফেলেছে। আর কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো ধীরে ধীরে সোনা কেনার গতি কিছুটা থামাচ্ছে। এখন দেখার, ভবিষ্যতে সোনার দর কোথায় গিয়ে দাঁড়ায়।

Read more Photos on
click me!

Recommended Stories