Gold Price: মূল্যবৃদ্ধির বাজারে আর কতটা দামি হল সোনা, এটাই কি সোনালী ধাতু কেনার সঠিক সময়, জানুন

Published : Jun 20, 2023, 08:50 AM ISTUpdated : Jun 20, 2023, 08:52 AM IST
Gold Price

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

২০ জুন মঙ্গলবার সামান্য কমেছে ২২ ক্যারট সোনার দাম। গ্রামপিছু ২২ ক্যারট সোনার দর কমেছে ৩ টাকা করে। প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৫০৭ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,০৫৬ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,০৭০ টাকা। মঙ্গলবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫০,৭০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৫০৭ টাকা

৮ গ্রাম - ৪৪,০৫৬ টাকা

১০ গ্রাম - ৫৫,০৭০ টাকা

১০০ গ্রাম - ৫,৫০,৭০০ টাকা

অন্যদিকে ২০ জুন তারিখে সামান্য কমেছে ২৪ ক্যারট সোনার দামও। গ্রামপিছু ২৪ ক্যারট সোনার দর কমেছে ৪ টাকা করে। ২৪ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৬,০০৭ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ৪৮,০৫৬ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,০৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম মঙ্গলবার হয়েছে ৬,০০,৭০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,০০৭ টাকা

৮ গ্রাম - ৪৮,০৫৬ টাকা

১০ গ্রাম - ৬০,০৭০ টাকা

১০০ গ্রাম - ৬,০০,৭০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দাম একই রয়েছে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো মঙ্গলবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৩.৫০ টাকা

৮ গ্রাম - ৫৮৮ টাকা

১০ গ্রাম - ৭৩৫ টাকা

১০০ গ্রাম - ৭,৩৫০ টাকা

আরও পড়ুন -

বাটানগরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমি দখলের চেষ্টা, স্থানীয় দুষ্কৃতী সুপ্রিয়-র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Oil Price Today: পেট্রোল ও ডিজেলের দামে কতটা হল হেরফের?

Panchayat Election: ‘আমাকে খুন করে দেওয়া হতে পারে’, রাজ্যপালের ‘শান্তি ঘর’-এ অভিযোগ জানালেন বিজেপি নেতা

PREV
click me!

Recommended Stories

আকাশছোঁয়া বিমান ভাড়া রুখতে সরকারের নয়া নির্দেশ! ফ্লাইট বুকিং-এর আগে দেখে নিন নির্ধারিত তালিকা
জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে আরবিআই-এর নতুন চমক! এবার মিলবে একসঙ্গে অনেক সুবিধা