Gold Price: আরও অনেকটা কমল সোনার দাম, দেখে নিন কলকাতায় আজ সোনার দর কত

Published : May 14, 2025, 11:46 AM IST

Gold Price: সোনার দামে আজ সামান্য কমতি। কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৮৮,০৫০ টাকা, ২৪ ক্যারেট ৯৬,০৬০ টাকা। রুপোর দাম ৯৭,৮০০ টাকা প্রতি কেজি।

PREV
111

সোনার দরে ফের আগুন। সদ্য কমেছিল সোনার দাম। আজও দাম নিম্নমুখী। যার জেরে রেহাই পেলেন ক্রেতারা। স্বস্তিতে ব্যবসায়ীরাও।

211

সোনা বাঙালি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যে কোনও শুভ অনুসারে সোনার গয়না পরতে চান সকলে। তেমনই বিয়ের অনুষ্ঠানে সোনা মাস্ট।

411

আজ সামান্য হলেও কমল সোনার দাম। আজ কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়না কিনতে গেলে প্রতি ১০ গ্রাম খরচ পড়বে ৮৮,০৫০ টাকা।

511

গতকাল ২২ ক্যারেটের দাম ছিল ৮৮ হাজার ৫৫০। এদিকে যদি খুচরো পাকা সোনার কিনতে চান, তাহলে ২২ ক্যারেট প্রতি ১ গ্রামে খরচ করতে হবে ৮,৮০৫ টাকা।

611

যদি কেউ ২৪ ক্যারেট সোনার দান ৯৬ হাজার ৬০ টাকা। যা গতকাল ছিল ৯৬ হাজার ৬০০ টাকা

711

গতকালের তুলনায় আজকের দাম কিছুটা হলেও কম। আজ গয়না কিনতে প্রতি ১০ গ্রাম খরচ পড়বে ৮৮,০৫০ টাকা।

811

আজ রুপোর দরও আজ সাধারণ মানুষের পকেটে বিরাট চাপ ফেলেছে। আজ কলকাতার হাজারে খুচরো রুপো কিনতে গেলে প্রতি কেজিতে দিতে হবে ৯৭,৮০০ টাকা।

911

চেন্নাই ও মুম্বই শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৮,৫৬০ টাকায়, ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৬,৬১০ টাকা।

1011

দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম ৮৮,৭১০ টাকা। তেমনই ২৪ ক্যারেট সোনার দাম ৯৬,৬১০।

1111

বেঙ্গালুরু ও হায়দ্রাবাদকে ২২ ক্যারেট সোনার দাম ৮৮,৫৬০ টাকা। তেমনই ২৪ ক্যারেট সোনার দাম ৯৬,৬১০ টাকা।

click me!

Recommended Stories