সোনার দরে ফের আগুন। সদ্য কমেছিল সোনার দাম। আজও দাম নিম্নমুখী। যার জেরে রেহাই পেলেন ক্রেতারা। স্বস্তিতে ব্যবসায়ীরাও।
সোনা বাঙালি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যে কোনও শুভ অনুসারে সোনার গয়না পরতে চান সকলে। তেমনই বিয়ের অনুষ্ঠানে সোনা মাস্ট।
শেষ কয় মাস ধরে ক্রমে বেড়ে চলেছে সোনার দর। যা মধ্যবিত্তের পকেটে চাপ তৈরি করছে।
আজ সামান্য হলেও কমল সোনার দাম। আজ কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়না কিনতে গেলে প্রতি ১০ গ্রাম খরচ পড়বে ৮৮,০৫০ টাকা।
গতকাল ২২ ক্যারেটের দাম ছিল ৮৮ হাজার ৫৫০। এদিকে যদি খুচরো পাকা সোনার কিনতে চান, তাহলে ২২ ক্যারেট প্রতি ১ গ্রামে খরচ করতে হবে ৮,৮০৫ টাকা।
যদি কেউ ২৪ ক্যারেট সোনার দান ৯৬ হাজার ৬০ টাকা। যা গতকাল ছিল ৯৬ হাজার ৬০০ টাকা
গতকালের তুলনায় আজকের দাম কিছুটা হলেও কম। আজ গয়না কিনতে প্রতি ১০ গ্রাম খরচ পড়বে ৮৮,০৫০ টাকা।
আজ রুপোর দরও আজ সাধারণ মানুষের পকেটে বিরাট চাপ ফেলেছে। আজ কলকাতার হাজারে খুচরো রুপো কিনতে গেলে প্রতি কেজিতে দিতে হবে ৯৭,৮০০ টাকা।
চেন্নাই ও মুম্বই শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৮,৫৬০ টাকায়, ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৬,৬১০ টাকা।
দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম ৮৮,৭১০ টাকা। তেমনই ২৪ ক্যারেট সোনার দাম ৯৬,৬১০।
বেঙ্গালুরু ও হায়দ্রাবাদকে ২২ ক্যারেট সোনার দাম ৮৮,৫৬০ টাকা। তেমনই ২৪ ক্যারেট সোনার দাম ৯৬,৬১০ টাকা।
Sayanita Chakraborty