Small Cap Highest Return: ৪ লাখ টাকা বিনিয়োগ করে হাতে ৫৬ লাখ! এই স্টকে এত রিটার্ন?

Published : May 13, 2025, 05:45 PM IST

Small Cap Highest Return: বর্তমানে বহু মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন।  

PREV
110
Best Small-Cap Stock

আর যারা বিনিয়োগ করেন, তারা সবাই চান লাভের মুখ দেখতে। 

210
বিশেষজ্ঞদের মতে, সঠিক জ্ঞান এবং বুদ্ধিমত্তার সঙ্গে যদি বিনিয়োগ করা যায়

তাহলে ভালো রিটার্ন পাওয়া সম্ভব।  

310
অর্থাৎ, ভালো শেয়ারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারলে অবশ্যই ভালো রিটার্ন পাওয়া সম্ভব

মোট ৫-১০ বছর ভালো শেয়ার ধরে রাখতে পারলে, প্রায়ই বিনিয়োগ দ্বিগুণ হয়ে যায়। 

410
সেইরকমই একটি ষ্টক হল এটি

যেটি থেকে বিশাল পরিমাণে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা (small cap high return stocks)। 

510
শেয়ারের নামটি কী?

রথী স্টিল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। 

610
গত পাঁচ বছরেে, ৬৫০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে এই শেয়ারটি

পরিসংখ্যান বলছে, কেউ যদি ৪ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে এখন সেই অঙ্ক গিয়ে দাঁড়াত প্রায় ৫৬ লক্ষ টাকা (small-cap stock investment)। 

710
রথী স্টিল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড কার্যত, দুর্দান্ত রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের

সোমবার, এই শেয়ারটি প্রায় ৭% বেড়ে ৩০ টাকায় গিয়ে পৌঁছেছে।

810
অথচ ২০১৮ সালে, এই ষ্টকটির দাম ছিল মাত্র ২ টাকা।

যারা তখন এই শেয়ারটি কিনেছিলেন, তারা এখন অবিশ্বাস্য লাভ দেখতে পেয়েছেন। মানে, ৪ লাখ টাকা বিনিয়োগ করে এখন প্রায় ৫৬ লাখ টাকার মালিক তারা। 

910
সম্প্রতি রথী স্টিল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড BIS সার্টিফিকেশনও পেয়েছে

এই সার্টিফিকেশন ৮ মে, ২০২৬ পর্যন্ত বৈধ থাকবে। আর এই ঘোষণার পরেই, শেয়ারটির নাম ৯% বৃদ্ধি পেয়েছে (multibagger stocks India)।

1010
তবে সাম্প্রতিক উত্থান সত্ত্বেও,

শেয়ারটি তার গত ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ৯৭.৮১ টাকার থেকে ৬৯% কম এই মুহূর্তে (small cap stocks with highest returns)।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories