সোনার দামের বৃদ্ধি নিয়ে সব সময় চিন্তায় থাকে মধ্যবিত্তরা। কারণ শেষ কয় মাসে যেভাবে দাম বেড়েছে সোনার তা সামান্য গয়না কিনতেও দিতে হচ্ছে মোটা টাকা।
এদিকে বাঙালি বিয়েতে অন্তত সোনা কেনা আবশ্যক। সোনার গয়না ছাড়া বাঙালি বিয়ে যেন বেমানান। সে কারণে অনেকেই সারা জীবনের সঞ্চয় খরচ করছেন গয়না কিনতে।
এদিকে এবছর সোনার দাম প্রায় ১ লক্ষ ছুঁই ছুঁই ছিল। তবে, তার থেকে গত কয়েক সপ্তাহে বেশ খানিক কমেছিল দাম। যার জেরে স্বস্তিতে মধ্যবিত্তেরা।
আজ জেনে নিন সোনার লেটেস্ট রেট। জেনে নিন কোন শহরে কত টাকায় বিকোচ্ছে সোনা। রইল কলকাতার দামও। জেনে নিন আজ গয়না কিনতে হলে কত টাকা ব্যয় করতে হবে।
আজ কলকাতায় সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৮৯২০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৭৩১
গতকাল কলকাতায় সোনার দাম ছিল-
আজ চেন্নাই-এ সোনার দাম-
আজ মুম্বই-এ সোনার দাম-
আজ দিল্লিতে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৮৯৩৫
আজ বেঙ্গালুরু সোনার দাম-
আজ আমেদাবাদে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৮৯২৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৭৩৬
আজ জয়পুরে সোনার দাম-
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৭৪৬
Sayanita Chakraborty