- Home
- Business News
- Other Business
- Gold Price: সস্তা হল সোনা, দেখে নিন কোন শহরে কত টাকায় বিকোচ্ছে হলুদ ধাতু, কলকাতায় দাম কত?
Gold Price: সস্তা হল সোনা, দেখে নিন কোন শহরে কত টাকায় বিকোচ্ছে হলুদ ধাতু, কলকাতায় দাম কত?
Gold Price: গতকালের তুলনায় আজ সোনার দামে সামান্য হলেও কমেছে। আজ বিভিন্ন শহরে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম জেনে নিন। কলকাতা, মুম্বই থেকে শুরু করে জয়পুর- রইল বিভিন্ন শহরে সোনার দামের হদিশ।

সোনার দামে আবারও পরিবর্তন। গতকালের থেকে আজ কমল দাম। বিরাট পতন না হলেও সামান্য কমেছে দাম।
চলছে বিয়ের মরশুম। এদিকে কয়েক মাস ধরে ক্রমে বেড়ে চলেছিল সোনার দাম। যে কারণে মাথায় হাত মধ্যবিত্তের।
এবছর প্রায় ১ লক্ষ ছুঁই ছুঁই ছিল সোনার দাম। সেই পর্যায় থেকে গত কয়েক সপ্তাহে বেশ খানিক কমেছিল দাম। যার জেরে মধ্যবিত্তের মনে দাম কমা নিয়ে আশা জেগেছিল।
বর্তমানে গয়না সোনার দাম প্রায় ৯০ হাজার ছুঁই ছুঁই। তবে গতকালের থেকে সামান্য পতন হয়েছে দামে। দেখে নিন আজ কলকাতা ও অন্যান্য শহরে সোনার দাম কত।
আজ কলকাতায় সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৮৯৩৪
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৭৪৭
গতকাল কলকাতায় সোনার দাম ছিল-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৮৯৩৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৭৪৮
আজ চেন্নাই-এ সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৮৯৩৪
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৭৪৭
আজ মুম্বই-এ সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৮৯৩৪
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৭৪৭
আজ দিল্লিতে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৮৯৪৯
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৭৬২
আজ বেঙ্গালুরু সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৮৯৩৪
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৭৪৭
আজ আমেদাবাদে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৮৯৩৯
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৭৫২
আজ জয়পুরে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৮৯৩৪
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৭৬২

