Gold price update: রবিবারে বড় পতন সোনার দামে, কত সস্তা হল হলুদ ধাতু? দেখে নিন হলমার্কের দর

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

রবিবার আরও কমল সোনার দাম। গত দু'দিন ধরে ক্রমপতনের পর আরও একটু নামল সোনার দাম। এই মরশুমে সোনার দামের এই পতন মধ্যবিত্তদের জন্য নিসন্দেহে সুখবর। তবে বিনিয়োগকারীদের ক্ষেত্রে কী প্রভাব পড়বে এই মূল্যহ্রাসের? বিনিয়োগকারীদের তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

২৮ মে, রবিবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হল ৫,৫৫৫ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৫৬৫ টাকায়। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৫৫০ টাকা। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,৬৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৪,৫২০ টাকা। আজকে দাম হল ৪৪,৪৪০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৫৬,৫০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হল ৫,৫৫,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

অন্যদিকে রবিবার দাম কমল ২৪ ক্যারট সোনারও। ২৮ মে ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হল ৬,০৬০ টাকা। গতকালও এই দাম ছিল ৬,০৭১ টাকা। ২৪ ক্যারট ৮গ্রাম সোনার দাম ৪৮,৪৮০ টাকা। গতকাল দাম ছিল ৪৮,৫৬৮ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৬০,৬০০ টাকা। গতকাল দাম ছিল ৬০,৭১০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৬,০৬৭,০০০ টাকা। শনিবার দাম হল ৬,০৬,১০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

Share this article
click me!

Latest Videos

‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
BGB'র বাধা! কাঁটাতারের বেড়া দিল গ্রামবাসীরা, রক্ষা করল BSF | India Bangladesh Border | #shorts |
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border