Gold price update: সপ্তাহান্তে সস্তা সোনা, দেখে নিন আজ কলকাতায় হলমার্কের দর

এপ্রিল মাসের তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

সপ্তাহান্তে সোনার দামে পতন। শনিবার একাধারে কমল ২২ ও ২৪ ক্যারট সোনার দাম। বিনিয়োগকারীদের তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

২৭ মে, শনিবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হল ৫,৫৬৪ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৫৬৫ টাকায়। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৬৪০ টাকা। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,৬৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৪,৫২০ টাকা। আজকে দাম হল ৪৪,৫১২ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৫৬,৫০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হল ৫,৫৬,৪০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

অন্যদিকে শনিবার দাম কমিলি. ২৪ ক্যারট সোনারও। ২৭ মে ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হল ৬,০৭০ টাকা। গতকালও এই দাম ছিল ৬,০৭১ টাকা। ২৪ ক্যারট ৮গ্রাম সোনার দাম ৪৮,৫৬০ টাকা। গতকাল দাম ছিল ৪৮,৫৬৮ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৬০,৭০০ টাকা। গতকাল দাম ছিল ৬০,৭১০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৬,০৭,০০০ টাকা। শনিবার দাম হল ৬,০৭,১০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

Share this article
click me!

Latest Videos

‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
BGB'র বাধা! কাঁটাতারের বেড়া দিল গ্রামবাসীরা, রক্ষা করল BSF | India Bangladesh Border | #shorts |
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border