Gold price update: লক্ষ্মীবারে বাড়ল সোনার দাম, দেখে নিন কলকাতায় আজ কতয় বিকোচ্ছে হলুদ ধাতু

কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

 

লক্ষ্মীবারে ঊর্ধ্বমূখী সোনার দাম। গতকালের তুলনায় সামান্য বাড়ল হলুদ ধাতুর দাম। ২২ ও ২৪ ক্যারটের সোনার দাম বাড়ল আগের তুলনায়। যদিও বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই দাম বৃদ্ধি কতটা স্বস্তি দায়ক সেবিষয় সন্দেহ থেকেই যায়। বিনিয়োগকারীদের এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

১৩ জুলাই, বৃহস্পতিবাড় ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হল ৫,৪৬৫ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৪৪৫ টাকায়। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৪,৬৫০ টাকা। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দামও ছিল, ৫৪,৪৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৩,৫৬০ টাকা। আজকে দাম, ৪৩,৭২০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৪৪,৫০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম আজ হল, ৫,৪৬,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

অন্যদিকে লক্ষ্মীবারে বাড়ল ২৪ ক্যারট সোনার দামেও। ১৩ জুলাই ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হল ৫,৯৬২ টাকা। গতকালও এই দাম ছিল ৫,৯৪১ টাকা। ২৪ ক্যারট ৮গ্রাম সোনার দাম ৪৭,৬৯৬ টাকা। গতকালও দাম ছিল ৪৭,৫২৮ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৫৯,৬২০ টাকা। গতকাল দাম ছিল ৫৮,৪১০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৫,৯৪,১০০ টাকা। বৃহস্পতিবার দাম হল ৫,৯৬,২০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

আরও পড়ুন -

কলকাতায় কি বাড়ল পেট্রোল আর ডিজেলের দাম? জানুন দেশের বাকি মেট্রো শহরে জ্বালানির দাম

ভোটের রেজাল্টের দিন কমে গেল সোনার দাম, দেখে নিন মঙ্গলবারের লেটেস্ট দর

সপ্তাহের শুরুতে কত হল সোনার দাম? দেখে নিন সোমবারের লেটেস্ট দর

Share this article
click me!

Latest Videos

'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |
Live : শেষ বিদায় ড. মনমোহন সিং | Last Rites of Former PM Dr. Manmohan Singh