পয়লা বৈশাখের আগেই দামি হলুদ ধাতু, জানুন আজকে কলকাতায় কত হল সোনার দাম

এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

পয়েলা বৈশাখের আগে ফের ঊর্ধ্বমূখী সোনার দাম। বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

১২ এপ্রিল, সোমবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৫৭১ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৫৭০ টাকায়। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৭১০ টাকা। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,৭০০। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৪,৫৬০ টাকা। আজ তা কমে হল ৪৪,৫৬৮ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৫৭,০০০ টাকায়। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হল ৫,৫৭,১০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

অন্যদিকে দাম বুধবার দাম বাড়ল ২৪ ক্যারট সোনারও। ১২ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,০৭৭ টাকা। গতকালও এই দাম ছিল ৬,০৭৬ টাকা। ২৪ ক্যারট ৮গ্রাম সোনার দাম ৪৮,৬১৬ টাকা। গতকাল দাম ছিল ৪৮,৬০৮ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৬০,৭৭০ টাকা। গতকাল দাম ছিল ৬০,৭৬০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৬,০৭,৬০০ টাকা। বুধবার দাম হল ৬,০৭,৭০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News