এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
এপ্রিলের তৃতীয় সপ্তাহেই নামল সোনার দাম। ২৪ এবং ২২ ক্যারট সোনার দামে মঙ্গলবার সামান্য পতন। বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
কলকাতায় কত সোনার দাম?
১৮ এপ্রিল, মঙ্গলবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৫৯৩ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৫৯৪ টাকায়। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৯৩০ টাকা। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,৯৪০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৪,৭৫২ টাকা। আজ তা কমে হল ৪৪,৭৪৪ টাকায়। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৫৯,৪০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হল ৫,৫৯,৩০০ টাকা।
একনজরে ২২ ক্যারট সোনার দাম
অন্যদিকে মঙ্গলবার দাম কমল ২৪ ক্যারট সোনারও। ১২ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,১০২ টাকা। গতকালও এই দাম ছিল ৬,১০৩ টাকা। ২৪ ক্যারট ৮গ্রাম সোনার দাম ৪৮,৮১৬ টাকা। গতকাল দাম ছিল ৪৮,৮২৪ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৬১,০২০ টাকা। গতকাল দাম ছিল ৬১,০৩০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৬,১০,৩০০ টাকা। বুধবার দাম হল ৬,১০,২০০ টাকা।
একনজরে ২৪ ক্যারট সোনার দাম
আরও পড়ুন -
মূল্যস্ফীতি কমার লক্ষণ, মার্চে পাইকারি মূল্যস্ফীতি ২৯ মাসের সর্বনিম্ন
নববর্ষের দ্বিতীয় দিনে কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? দেখে নিন রবিবারের পেট্রোল-দর
পয়লা বৈশাখের পর ফের কমে গেল সোনা-রুপোর দাম, দেখে নিন আজকের লেটেস্ট আপডেট