Gold price update: বুধেও অপরিবর্তিত সোনার দাম, জানুন আজ কতয় বিকোচ্ছে হলুদ ধাতু

কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

আজও বদল নেই হলুদ ধাতুর দামে। গত কয়েকদিন ধরেই স্থিতিশীল সোনার দাম। আজ ২২ ও ২৪ ক্যারটের সোনার দামে বিশেষ বদল এল না । যদিও বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই দাম এক থাকা কতটা স্বস্তি দায়ক সেবিষয় সন্দেহ থেকেই যায়। বিনিয়োগকারীদের এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

২৩ অগাস্ট, বুধবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হল ৫,৪২০ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৪২০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৪,২০০ টাকায়। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দামও ছিল, ৫৪,২০০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৩,৩৬০ টাকা। আজকেও দাম, ৪৩,৩৬০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৪২,০০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম আজ হল, ৫,৪২,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

অন্যদিকে বদল এল না ২৪ ক্যারট সোনার দামেও। ২৩ অগাস্ট ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হল ৫,৯১৩ টাকা। গতকালও এই দাম ছিল ৫,৯১৩ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৭,৩০৪ টাকা। গতকালও দাম ছিল ৪৭,৩০৪ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৫৯,১৩০ টাকা। গতকাল দাম ছিল ৫৯,১৩০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৫,৯১,৩০০ টাকা। রবিবার দাম হল ৫,৯১,৩০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News