কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।
বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
কলকাতায় কত সোনার দাম?
২৫ এপ্রিল মঙ্গলবার প্রতি গ্রামে ৭ টাকা করে কমে গেছে ২২ ক্যারট সোনার দাম। ১ গ্রামের দাম হয়েছে ৫,৫৬৫ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৬৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,৫২০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ কমতির দিকে। মঙ্গলবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫৬,৫০০ টাকা।
১ গ্রাম - ৫,৫৬৫ টাকা
৮ গ্রাম - ৪৪,৫২০ টাকা
১০ গ্রাম - ৫৫,৬৫০ টাকা
১০০ গ্রাম - ৫,৫৬,৫০০ টাকা
অন্যদিকে মঙ্গলবারে প্রতি গ্রামে ৮ টাকা করে দাম কমেছে ২৪ ক্যারট সোনারও। ২৫ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,০৭১ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৮,৫৬৮ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,৭১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম মঙ্গলবার কমে হয়েছে ৬,০৭,১০০ টাকা।
১ গ্রাম - ৬,০৭১ টাকা
৮ গ্রাম - ৪৮,৫৬৮ টাকা
১০ গ্রাম - ৬০,৭১০ টাকা
১০০ গ্রাম - ৬,০৭,১০০ টাকা
হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দাম কমে গেলেও রুপোর দাম একই রয়েছে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো মঙ্গলবার বিকোচ্ছে কত দামে।
১ গ্রাম - ৭৬.৪০ টাকা
৮ গ্রাম - ৬১১.২০ টাকা
১০ গ্রাম - ৭৬৪০ টাকা
১০০ গ্রাম - ৭,৬৪০ টাকা
আরও পড়ুন -
গর্ভবতী মহিলারা সাবধান! মে মাসেই রয়েছে চন্দ্রগ্রহণ, বিশেষ কতগুলি নিয়ম পালন না করলে গর্ভস্থ সন্তানের হতে পারে বড়সড় ক্ষতি
মাত্র ২৭ বছরের মধ্যেই ভয়ঙ্কর তাপপ্রবাহে মারা যাবেন ভারতের লক্ষ লক্ষ মানুষ, আশঙ্কা প্রকাশ করল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
Water Metro: কত হবে ‘ওয়াটার মেট্রো’-র ভাড়া, কীভাবে টিকিট কাটতে পারবেন যাত্রীরা? জেনে নিন ১১টি পয়েন্ট