Central Scheme: মাসে মাসে ১০০০ টাকা রাখলেই ৫ বছর পরে মিলবে প্রায় ৩ লক্ষ! মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত স্কিম আনল কেন্দ্র

Published : Jan 18, 2026, 11:33 AM IST

Central Government Scheme:মাসে মাসে ১০০০ টাকা রাখলেই ৫ বছর পরে মিলবে প্রায় ৩ লক্ষ! মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত স্কিম আনল কেন্দ্র

PREV
17

Post Office Scheme: সাধারণ মানুষের জন্য দুর্দান্ত স্কিম আনল কেন্দ্রীয় সরকার। মাসে মাসে মাত্র হাজার টাকা করে রাখলেই পাওয়া যাবে এককালীন সাড়ে ৩ লক্ষ টাকা?

27

Post Office Scheme: এই স্কিম পেতে যেতে হবে পোস্ট অফিস। পোস্ট অফিসের এই স্কিমে ১,২,৩ এবং ৫ বছরের মেয়াদে দুর্দান্ত সব প্রকল্প রয়েছে।

37

 Post Office Scheme: মাত্র ১০০০ টাকা করে জমা করলেই খোলা যাবে এই স্কিম। মাত্র ৬ মাস পর থেকেই তোলা যাবে টাকা।

47

এই টাকা রাখলে প্রায় ৭.৫ শতাংশ রিটার্ন দিচ্ছে পোস্ট অফিস। অর্থাৎ ৫ বছরের স্কিমে কেউ এককালীন ৭০ হাজার টাকা জমা করেন তবে মেয়াদ শেষে ৬০ মাস পরে সুদ হিসাবে মিলবে ৩,১৪,৯৬৪ টাকা।

57

পাঁচ বছর পরে মোট ফান্ড দাঁড়াবে প্রায় ১০ লক্ষ টাকার কাছাকাছি। বাজারের ঝুঁকি না নিয়েই নিশ্চিত রিটার্ন পাওয়ার সুযোগ দেয় এই বিনিয়োগ পরিকল্পনা।

67

নিরাপদ ও নিশ্চিত রিটার্ন চাইলে অনেকেই ভরসা করেন পোস্ট অফিসের টাইম ডিপোজিট (TD) স্কিমে। এটি সম্পূর্ণভাবে ভারত সরকারের গ্যারান্টিযুক্ত সঞ্চয় প্রকল্প। এখানে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখলে তাতে স্থির হারে সুদ পাওয়া যায়। বাজারের ওঠানামার কোনও প্রভাব পড়ে না, তাই ঝুঁকি প্রায় নেই বললেই চলে।

77

বর্তমানে পোস্ট অফিসের ৫ বছরের TD-তে সুদের হার প্রায় ৭.৫ শতাংশ। এই সুদ ত্রৈমাসিক ভিত্তিতে হিসেব করা হয় এবং বছরে একবার মূল টাকার সঙ্গে যোগ হয়। ফলে কম্পাউন্ডিংয়ের সুবিধাও পাওয়া যায়।

Read more Photos on
click me!

Recommended Stories