ধরুন, আপনি প্রতি মাসে ৫০০০ টাকা করে SIP-তে বিনিয়োগ করছেন। সেক্ষেত্রে আপনি যদি ১৫ বছর ধরে বিনিয়োগ করেন, তাহলে আপনার মোট বিনিয়োগ করাবে ৯ লক্ষ টাকা। এবার SIP-তে মোটামুটি ১২% হারে বাষিক রিটার্ন মেলেই। এর বেশিও মিলতে পারে। ১২% হিসেবেও যদি আমরা ধরি, তাহলে আপনার সম্ভাব্য রিটার্ন আসবে ১৬,২২,৮৭৯ টাকা। অর্থাৎ, আপনার মোট অ্যামাউন্ট দাঁড়াবে ২৫,২২,৮৭৯ টাকা।