Highest Return Mutual Fund: রক্তাক্ত বাজারেও ৩৫ শতাংশের বেশি রিটার্ন? এই ফান্ডগুলি মার্কেট কাঁপাচ্ছে

Published : May 11, 2025, 02:56 PM ISTUpdated : May 13, 2025, 02:35 AM IST

Highest Return Mutual Fund: দেশের প্রচুর মানুষ বর্তমানে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন। তবে এই মুহূর্তে বাজার বেশ খারাপ (mutual fund investment)।  

PREV
110
রক্তাক্ত বাজারেও বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাচ্ছে বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড

যেগুলি থেকে বেশ ভালো রিটার্ন (highest return) পাওয়া যাচ্ছে। 

210
এমনিতেই ভারত-পাক যুদ্ধের আবহে বাজারের অবস্থা বেশ খারাপ!

তবে এই পতনের বাজারেও বিনিয়োগকারীদের জন্য সুখবর রয়েছে (mutual fund highest return calculator)।

310
এমন কয়েকটি মিড ক্যাপ ফান্ড রয়েছে

যে মিউচুয়াল ফান্ডগুলি থেকে বেশ ভালো রিটার্ন মিলেছে। 

410
৩৫ শতাংশেরও বেশি রিটার্ন

এই ফান্ডগুলি থেকে গত ৫ বছরে, বিনিয়োগকারীরা ৩৫ শতাংশেরও বেশি রিটার্ন পেয়েছেন। 

510
সেই ফান্ডগুলি কোনগুলি?

আপনি কি তাতে বিনিয়োগ করেছেন? একবার দেখে নিন (mid cap best mutual fund)। 

610
মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড (Motilal Oswal Mid Cap Fund)

গত ৫ বছরে সর্বোচ্চ রিটার্ন দেওয়া মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলির তালিকায় কার্যত শীর্ষে রয়েছে মতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড। ৫ বছরে বিনিয়োগকারীদের ৩৫.৬ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে এই ফান্ডটি।

710
কোয়ান্টাম মিড ক্যাপ ফান্ড (Quantum Mid Cap Fund)

এই তালিকার ঠিক দ্বিতীয় স্থানে রয়েছে কোয়ান্টাম মিড ক্যাপ ফান্ড। যেটি গত ৫ বছরে, বিনিয়োগকারীদের মোট ৩৫.৫৮  শতাংশ রিটার্ন দিয়েছে (highest return mid cap mutual fund in india)।

810
এডেলউইস মিড ক্যাপ ফান্ড (Edelweiss Mid Cap Fund)

এই ফান্ডটি গত ১ বছরে, বিনিয়োগকারীদের ১৪.৪৯ শতাংশ রিটার্ন দিয়েছে। অর্থাৎ, ৫ বছরের নিরিখে ধরলে এই ফান্ডটি থেকে ৩২.১৩ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যাচ্ছে।

910
নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড (Nippon India Growth Fund)

এই ফান্ডটি গত ১ বছরে, বিনিয়োগকারীদের ১০.০৫ শতাংশ রিটার্ন দিয়েছে এবং ৫ বছরের নিরিখে ৩২.৬৯ শতাংশ রিটার্ন দিয়েছে (mutual funds with highest returns in india)।

1010
এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিজ ফান্ড (HDFC Mid Cap Opportunities Fund)

বিনিয়োগকারীদের কার্যত, দুর্দান্ত রিটার্ন দিয়েছে এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিজ ফান্ড। গত ১ বছরে, ৮.৬৯ শতাংশ এবং ৫ বছরের নিরিখে ৩২.২৪ শতাংশ রিটার্ন দিয়েছে এই ফান্ডটি।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories