Mutual Fund এবং SIP কী? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২

গত এক দশক যদি টেলিভিশনের সামনে কেউ বসে থাকেন তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার (SIP) জন্য দেশের তাবড় বড় আইকনকে উপদেশ দিতে দেখা যাবে। কিন্তু কতটা সঠিক, কীভাবে এতে বিনিয়োগ করবেন, এর জন্য কী কী প্রয়োজন, ঝুঁকি কতটা, সমস্তটাই আজকের আলোচনার বিষয়।

Biman Mondal | Updated : Apr 14 2025, 06:59 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ফান্ড কথাটি শেষে রয়েছে বলে অনেকে চিট ফান্ডের (Chit Fund) সঙ্গে মিউচুয়াল ফান্ড Mutual Fund) গুলিয়ে ফেলতে পারেন। কিন্তু দূরদূরান্ত পর্যন্ত এই দুইয়ের কোনও সম্পর্ক নেই। গত এক দশক যদি টেলিভিশনের সামনে কেউ বসে থাকেন তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার (SIP) জন্য দেশের তাবড় বড় আইকনকে উপদেশ দিতে দেখা যাবে। তাঁরা সকলেই একবাক্য বলছেন 'সহি হ্যায়'। কিন্তু কতটা সঠিক, কীভাবে এতে বিনিয়োগ করবেন, এর জন্য কী কী প্রয়োজন, ঝুঁকি কতটা, সমস্তটাই আজকের আলোচনার বিষয়। বিনিয়োগে বসতে লক্ষ্মী-র দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ জেনে নিন মিউচুয়াল ফান্ডে যাবতীয় খুঁটিনাটি।


জেনে নিন মিউচুয়াল ফান্ড সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর
https://www.amfiindia.com/investor-corner/

কোন বয়সে কী কী ফান্ডে কত বিনিয়োগ করা উচিত, দেখে নিন হিসেব
https://npscra.nsdl.co.in/download/Investment_options_under_NPS_02.pdf
 

Read More

Related Video