একজন YouTuber-র মাসিক আয় করেন জানেন? শুনলে চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছা জাগবে

সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে এখন অনেকেই রোজগার করছেন। একজন ইউটিউবারের মাসিক আয় কত, তা নিয়ে অনেকেরই আগ্রহ থাকে। সাবস্ক্রাইবার সংখ্যার ওপর ভিত্তি করে এই রোজগার ভিন্ন হতে পারে।
Sayanita Chakraborty | Published : Mar 22, 2025 7:35 PM
110

সোশ্যাল মিডিয়া বর্তমানে রোজগারের এক অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে। ঘরে বসে ভিডিও বানিয়ে অনেকেই আয় করছে।

210

বিভিন্ন বিষয়ের ওপর কেউ মজার কনটেন্ট বানাচ্ছেন তো কেউ দরকারি কোনও তথ্য শেয়ার করছেন ভিডিও বানিয়ে।

310

বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন তাদের ক্রিয়েটিভিটি। আর তা দেখিয়েই আয় করেন হাজার হাজার টাকা।

410

এর থেকে সকলের মনে একটাই প্রশ্ন যে একজন Youtuber-র মাসিক আয় কত?

510

রোজ ১০টা - ৫টা ডিউটি করে আমরা সকলেই ক্লান্ত। রোজ এই একঘেঁয়ে জীবনে হাঁপিয়ে উঠেছেন অনেকেই। এদিকে আবার চাকরি না করলেও হবে না। অর্থের জোগান আসবে কোথা থেকে?

610

রইল বিশেষ অপশন। শুরু করুন ইউটিউব চ্যানেল। সঠিক ভাবে কাজ করতে পারলে আপনার আয় একজন চাকুরীজীবি মানুষের থেকে বেশি হবে।

710

প্রকাশ্যে আসা এক রিপোর্ট বলছে, একজন ইউটিউবারের মাসিক রোজগার গড়ে ২৫,০০০ টাকা হতে পারে।

810

উঠতি ইউটিউবার যাঁর সাবস্ক্রাইবার সবে ১ লক্ষ গণ্ডি পার করেছে সে রোজগার করতে পারে ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা।

910

যাদের সাবস্ক্রাইবার ৫ লক্ষ পার করেছে তাদের রোজগার হতে পারে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা।

1010

আর যাদের সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েঠে ১০ লক্ষ তাদের গড়ে মাসে আয় ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos