সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে এখন অনেকেই রোজগার করছেন। একজন ইউটিউবারের মাসিক আয় কত, তা নিয়ে অনেকেরই আগ্রহ থাকে। সাবস্ক্রাইবার সংখ্যার ওপর ভিত্তি করে এই রোজগার ভিন্ন হতে পারে।
এর থেকে সকলের মনে একটাই প্রশ্ন যে একজন Youtuber-র মাসিক আয় কত?
510
রোজ ১০টা - ৫টা ডিউটি করে আমরা সকলেই ক্লান্ত। রোজ এই একঘেঁয়ে জীবনে হাঁপিয়ে উঠেছেন অনেকেই। এদিকে আবার চাকরি না করলেও হবে না। অর্থের জোগান আসবে কোথা থেকে?
610
রইল বিশেষ অপশন। শুরু করুন ইউটিউব চ্যানেল। সঠিক ভাবে কাজ করতে পারলে আপনার আয় একজন চাকুরীজীবি মানুষের থেকে বেশি হবে।
710
প্রকাশ্যে আসা এক রিপোর্ট বলছে, একজন ইউটিউবারের মাসিক রোজগার গড়ে ২৫,০০০ টাকা হতে পারে।
810
উঠতি ইউটিউবার যাঁর সাবস্ক্রাইবার সবে ১ লক্ষ গণ্ডি পার করেছে সে রোজগার করতে পারে ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা।
910
যাদের সাবস্ক্রাইবার ৫ লক্ষ পার করেছে তাদের রোজগার হতে পারে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা।
1010
আর যাদের সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েঠে ১০ লক্ষ তাদের গড়ে মাসে আয় ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা।