- Home
- Entertainment
- Bollywood
- এই ১০ ছবিতেই আলিয়া ভাট বক্স অফিস মাত করেছিলেন, একটি ছবিরই আয় ১২০০ কোটির বেশি
এই ১০ ছবিতেই আলিয়া ভাট বক্স অফিস মাত করেছিলেন, একটি ছবিরই আয় ১২০০ কোটির বেশি
আলিয়া ভাটের সবচেয়ে বেশি আয় করা ছবি। আলিয়া ভাট ৩২ বছরে পা দিলেন। তাঁর জন্মদিনে জেনে নিন তাঁর সবচেয়ে বেশি রোজগার করা ছবিগুলোর ব্যাপারে। জানিয়ে রাখি, ২০১২ সালে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির মাধ্যমে আলিয়া বলিউডে আত্মপ্রকাশ করেন।
111

Image Credit : instagram
আলিয়া ভাট ৩২ বছরে পা দিলেন। তাঁর জন্মদিনে জেনে নিন তাঁর সবচেয়ে বেশি রোজগার করা ছবিগুলোর ব্যাপারে। যার দৌলতে তিনি ইন্ডাস্ট্রিতে একজন সুপারস্টার হয়ে উঠেছেন।
211
Image Credit : instagram
১. ২০১২ সালে মুক্তি পাওয়া আলিয়া ভাটের ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ১০৯ কোটি টাকার ব্যবসা করেছিল। ছবিটির বাজেট ছিল ৫৫ কোটি টাকা।
311
Image Credit : instagram
২. ২০১৪ সালে মুক্তি পাওয়া আলিয়া ভাটের ছবি '২ স্টেটস'-ও দারুণ ব্যবসা করেছিল। ৪৫ কোটি টাকার বাজেটের এই ছবি ১৭৫ কোটি টাকা আয় করেছিল।
411
Image Credit : instagram
৩. ২০১৬ সালে মুক্তি পায় আলিয়া ভাটের ছবি 'কপূর অ্যান্ড সনস'। ৩৫ কোটি টাকার বাজেটের এই ছবি ১৪৪ কোটি টাকার ব্যবসা করেছিল।
511
Image Credit : instagram
৪. ২০১৭ সালে মুক্তি পায় আলিয়া ভাটের ছবি 'বদ্রিনাথ কি দুলহনিয়া'। ৪৫ কোটি টাকার বাজেটের এই ছবি ২০২ কোটি টাকা আয় করেছিল।
611
Image Credit : instagram
৫. ২০১৮ সালে মুক্তি পায় আলিয়া ভাটের ছবি 'রাজি'। ৪০ কোটি টাকার বাজেটের এই ছবি ১৯৫ কোটি টাকার ব্যবসা করেছিল।
711
Image Credit : instagram
৬. ২০১৯ সালে মুক্তি পায় আলিয়া ভাটের ছবি 'গলি বয়'। ৭৫ কোটি টাকার বাজেটের এই ছবি ২৩৪ কোটি টাকার ব্যবসা করেছিল।
811
Image Credit : instagram
৭. ২০২২ সালে মুক্তি পায় আলিয়া ভাটের ছবি 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। ১০০ কোটি টাকার বাজেটের এই ছবি ২০৮ কোটি টাকা আয় করেছিল।
911
Image Credit : instagram
৮. ২০২২ সালেই মুক্তি পায় আলিয়া ভাটের ছবি 'আরআরআর'। ৫০০ কোটি টাকার বাজেটের এই ছবি ১২৮৮ কোটি টাকার ব্যবসা করেছিল।
1011
Image Credit : instagram
৯. ২০২২ সালে মুক্তি পায় আলিয়া ভাটের ছবি 'ব্রহ্মাস্ত্র'। ৩৫০ কোটি টাকার বাজেটে তৈরি হওয়া এই ছবি ৪৩১ কোটি টাকা আয় করেছিল।
1111
Image Credit : instagram
১০. ২০২৩ সালে মুক্তি পায় 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। আলিয়া ভাটের এই ছবি ১৫০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল এবং এটি ৩৫৭ কোটি টাকা আয় করেছিল।
Latest Videos

