Gold Price Prediction: চলতি বছরে বেড়েছে ৭০ শতাংশ, ২০২৬-এ কত বাড়বে সোনার দাম? শুনলে চমকে যাবেন

Published : Dec 29, 2025, 10:45 AM IST

সোনার দাম ইতিহাসে প্রথমবার ১ লক্ষ ৪০ হাজার টাকা ছুঁয়েছে, যা এই বছরে প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি। ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধির কারণে এই মূল্যবৃদ্ধি ঘটেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী বছরেও এই দাম আরও বাড়তে পারে।

PREV
16

সোনার দামে নতুন ইতিহাস তৈরি হয়েছে। এই প্রথমবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪০ হাজার টাকার গণ্ডি ছুঁয়েছে। বছরের শেষপ্রান্তে এসেও সোনার দামে কোনও নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত নেই। বরং বেড়েই চলেছে দাম।

26

চলতি বছর সোনার দাম বৃদ্ধির নিরিখে কার্যত ঐতিহাসিক হয়ে উঠেছে। বছরের শুরুতে যেখানে ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৩,৬৮০ টাকা। সেখানে বছরের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকায়। অর্থাৎ এবছরে ৭০ শতাংশ বেড়েছে সোনার দাম।

36

দাম বৃদ্ধি দেখে অনেকেরই আশঙ্কা দাম এবার ১ লক্ষ ৫০ হাজার টাকার সীমা পার করবে। এখন প্রশ্ন হল আর কর বাড়বে দাম? সদ্য এর উত্তর দিলেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সোনার দাম প্রতি আউন্স ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে। ভারতীয় মুদ্রায় হিসেব করলে, প্রতি ১০ গ্রামের দাম হতে পারে প্রায় ১,৫৮,৪৮৫ টাকা।

46

এক সংস্থার সমীক্ষা বলছে আগামী বছর সোনার দাম প্রায় ৩৬ শতাংশ পর্যন্ত বাড়বে সঙ্গে ৩ শতাংশ জিএসটি দিতে হবে। ফলে সোনা কেনার পরিকল্পনা থাকলে আগে থেকে কিনে নিন। অথবা

56

এখন প্রশ্ন হল কেন বেড়ে চলেছে সোনার দাম। ভূ-রাজনৈতিক উত্তেজনার এর অন্যতম কারণ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘদিন ধরে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়েছে। ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল সরবরাহের সম্ভাব্য ব্যাঘাত এবং আফ্রিকায় আইএসআইএস- সংশ্লিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে খবর বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করছে।

66

তেমনই শেয়ার বাজারের মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে এসে সোনা ও রূপার মতো নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন। ফলে সোনার চাহিদা যেমন বাড়ছে তেমনই বাড়ছে দাম। সব মিলিয়ে বর্তমানে উর্ধ্বমুখী সোনার দাম। আগামী বছর আরও বাড়বে দাম, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।

Read more Photos on
click me!

Recommended Stories