গ্র্যাচুইটি গণনার জন্য ৯ বছর ১১ মাসকে ১০ বছর হিসেবে ধরা হয়। গ্র্যাচুইটির গণনা সূত্র হল
গ্র্যাচুইটি= (শেষ মূল বেতন * চাকরির বছর * ১৫)/ ২৬
১৫= প্রতি পূর্ণ বছরের জন্য ১৫ দিনের বেতন
২৬= মাসে গড় কর্মদিবসের সংখ্যা যদি শেষবারের মত মূল বেতন ৫০০০০ টাকা হয় ও চাকরির মেয়াদ ৯ বছর ১১ মাস হয়। তাহলে সেটি ২৬ হিসেবে ধরা হয়।
গ্র্যাচুইটি= (৫০০০০ * ১০ *১৫)/২৬= ২৮৮৪৬১