সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখলে দিতে হবে মোটা টাকা ট্যাক্স? নতুন নিয়ম ঘাড়ে চাপাল কেন্দ্র!
সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখলে দিতে হবে মোটা টাকা ট্যাক্স? নতুন নিয়ম ঘাড়ে চাপাল কেন্দ্র!
Anulekha Kar | Published : Dec 26, 2024 7:10 AM IST
রোজ অ্যাকাউন্টে টাকার লেনদেন করেন অনেকে। কিন্তু জানেন কি ঠিক কত টাকা রাখলে দিতে হবে মোটা টাকা ট্যাক্স।
আসুন জেনে নেওয়া যাক ঠিক কত টাকা রাখলে কেন্দ্রকে দিতে হবে মোটা টাকা।
যদি কোনও আর্থিক বছরে ১ এপ্রিল থেকে ৩১ মার্চের মধ্যে আপনার সমস্ত সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার বেশি নগদ জমা থাকে, তবে কেন্দ্রকে দিতে হবে মোটা টাকা ট্যাক্স।
এই পরিমাণ টাকা ব্যাঙ্কে রাখলেই আয়কর বিভাগকে জানাতে হবে। একাধিক অ্যাকাউন্টে টাকা রাখলেও এ ধরনের লেনদেন প্রকাশ করতে হবে ব্যাংকগুলোকে।
এক আর্থিক বছরে সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার বেশি নগদ রাখলেকী হবে? এই সীমার উপরে যে কোনও পরিমাণ অর্থ উচ্চ-মূল্যের লেনদেনে বিবেচিত হবে।
আয়কর আইন অনুযায়ী, ১৯৬২-এর ধারা ১১৪ বি-এর অধীনে আয়কর বিভাগকে এটি জানাতে হবে। এছাড়াও দিনে ৫০ হাজার টাকার বেশি জমা দিতে গেলে প্যান নম্বর দিতে হবে। প্যান না থাকলে বিকল্প হিসেবে ফর্ম ৬০/৬১ জমা দিতে হবে।
তাই এবার থেকে এই সীমার উপরে টাকা রাখার আগে অবশ্যই মাথায় রাখুন এই ট্যাক্সের কথা।