তবে আপনার রুপে ক্রেডিট কার্ড (RuPay Credit Card) থাকলে, ক্রেডিট কার্ডের মাধ্যমেও ইউপিআই পেমেন্ট করতে পারবেন।
SBI, HDFC Bank, ICICI Bank, PNB, Axis Bank এর মতো প্রথম সারির ব্যাংকগুলি ছাড়াও আরও অনেক আঞ্চলিক ব্যাংকও এই কার্ড দিয়ে থাকে।
প্রথমে আপনার জিমেইল আইডি দিয়ে Google Pay-তে রেজিস্টার করুন। এরপর কার্ড লিঙ্ক করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
তারপর Add RuPay Credit Card অপশনটি সিলেক্ট করুন। আপনার ব্যাংক সিলেক্ট করে কার্ডের তথ্য দিন (CVV, নম্বর, Expire Date)।
এবার UPI লেনদেনের জন্য PIN তৈরি করুন। দুবার সঠিকভাবে টাইপ করে নিশ্চিত করুন।
এবার গুগল পে অ্যাপে QR কোড, UPI আইডি দিয়ে UPI-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। অনলাইন শপিংও করতে পারবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Subhankar Das