Emergency Fund: পরিবারের জন্য জরুরি তহবিল তৈরি করতে চান? মেনে চলুন এই কয়টি ধাপ

Published : Aug 11, 2025, 04:40 PM IST

জরুরি তহবিল গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা, বিনিয়োগ, বাজেট মূল্যায়ন এবং সঞ্চয় অ্যাকাউন্ট খোলার বিষয়ে টিপস। আপনার আর্থিক লক্ষ্য পূরণের জন্য সঠিক পদক্ষেপ নিন।

PREV
15

বিপদ কখনও বলে আসে না। তেমনই কখন যে অর্থের প্রয়োজন হবে তা আগে থেকে বোঝা সম্ভব নয়। সে কারণে অনেকে পরিবারের জন্য একটি জরুরি তহবিল তৈরি করার কথা ভেবে থাকেন অনেকে। আজ রইল বিশেষ টিপস। এই কয়টি পথ অনুসরণ করুন। এই পদ্ধতি মেনে চললে সহজে তহবিল তৈরি করুন।

25

আপনার প্রয়োজন নির্ধারণ করুন

সবার আগে আপনার কতটা প্রয়োজন তা নির্ধারণ করুন। কেন জরুরি তহবিল তৈরি করতে চান তা আগে ভাবনা চিন্তা করে নিন। আপনার প্রয়োজন কটা তা যেমন বিবেচনা করবন, তেমনই আপনি ইতিমধ্যে কোন কোন খাতে কত বিনিয়োগ করেছেন তা হিসেব করে নিন। নিজের আয় ও ব্যয়ের তালিকা তৈরি করে নিন।

35

সঠিক বিনিয়োগ পরিকল্পনা করুন

দ্বিতীয় ধাপ হল, সঠিক বিনিয়োগ পরিকল্পনা করুন। বাজের বিভিন্ন রকম স্কিম আছে। এই সকল স্কিমের মধ্যে সঠিকটা বেছে নিন। আপনার আয় বুঝে ব্যয় করুন। এমন কোনও স্কিম বেছে নেবেন না, যা আপনি পরবর্তী কালে টানতে না পারেন। 

45

বাজেট মূল্যায়ন

আপনার বর্তমান বাজেট মূল্যায়ন করুন। অপ্রয়োজনীয় খরচগুলো চিহ্নিত করুন। অপ্রয়োজনীয় খরচগুলো কমানোর চেষ্টা করুন। বাজেট তৈরি করে নিন। তেমনই আপনার খরচ নিয়ন্ত্রণে রাখুন। এতে সঞ্চয়ও বাড়বে। তেমনই আপনি নতুন কোনও খাতে ব্যয় করতে চাইলে তাও সুবিধা হবে।

55

নতুন সঞ্চয় অ্যাকাউন্ট

একটি নতুন সঞ্চয় অ্যাকাউন্ট তৈরি করুন। তেমনই জরুরি তহবিলের জন্য নির্দিষ্ট টাকা সঞ্চয় করুন। আপনি নিয়মিত ভাবে টাকা জমা করতে পারেন সেখানে। তেমনই সঠিক পলিসি নির্বাচন করুন। বীমাতে টাকা বিনিয়োগের আগে সঠিক বীমা নির্বাচন করা দরকার। তা না হলে অধিক ব্যয় হবে।

Read more Photos on
click me!

Recommended Stories